আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ ডিসেম্বর ২০২১, সোমবার |

kidarkar

র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

জাতীয় ডেস্ক: কক্সবাজারের চকরিয়া পূর্ব বড় ভেওলা এলাকায় র‍্যাব-১৫ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। এসময় অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) সকালে কক্সবাজার ১৫ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাবের দাবি, নিহত দুইজন ডাকাত দলের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

মেজর শেখ ইউসুফ আহমেদ জানান, এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন খবর পেয়ে র‍্যাব সোমবার ভোররাতে পূর্ব বড় ভেওলায় অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র‍্যাবও গুলি চালায়। গোলাগুলি শেষে দুজনকে পড়ে থাকতে দেখে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কমান্ডার আরও জানান, ঘটনাস্থল থেকে ৩টি দেশীয় অস্ত্র, ৬টি গুলি ও ৪টি কার্তুজসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.