আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার |

kidarkar

আগামী সপ্তাহে ৩০ কোম্পানির এজিএম

শেয়ারবাজার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩০ কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : কোম্পানিগুলো হলো : এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, মুন্নু এগ্রো, মুন্নু সিরামিক, সোনালী পেপার, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, জেনেক্স ইনফোসিস, কোহিনুর কেমিক্যাল, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, জেমিনি সী ফুড, মতিন স্পিনিং, পেনিনসুলা চিটাগাং, এডিএন টেলিকম, আর্গন ডেনিমস, আজিজ পাইপস, ইভিন্স টেক্সটাইল, আইটি কনসালটেন্টস, সামিট এলায়েন্স পোর্ট, অ্যাডভেন্ট ফার্মা, অগ্নি সিস্টেমস, এপেক্স ফুডস, এপেক্স স্পিনিং, দেশবন্ধু পলিমার, এমআই সিমেন্ট, এমজেএলবিডি, প্যাসিফিক ডেনিমস, এস আলম, স্কয়ার ফার্মার এবং স্কয়ার টেক্সটাইল।

কোম্পানিগুলোর মধ্যে ১১ ডিসেম্বর এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের বেলা ১১টায়, মুন্নু এগ্রোর বেলা ১১টায়, মুন্নু সিরামিকের দুপুর ১২টায় ও সোনালী পেপারের বেলা ১১টায়; ১২ ডিসেম্বর আলিফ ইন্ডাস্ট্রিজের দুপুর ১টায়, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের দুপুর ১২টায়, জেনেক্স ইনফোসিসের বিকাল ৩টায়, কোহিনুর কেমিক্যালের বিকাল ৩টায়, সায়হাম কটনের বেলা ১১টায় ও সায়হাম টেক্সটাইলের দুপুর আড়াইটায়; ১৩ ডিসেম্বর জেমিনি সী ফুডের বেলা সাড়ে ১১টায়, মতিন স্পিনিংয়ের বেলা সাড়ে ১১টায় ও পেনিনসুলা চিটাগাংয়ের বেলা ১১টায়; ১৪ ডিসেম্বর এডিএন টেলিকমের বেলা ১১টায়, আর্গন ডেনিমসের বেলা ১১টায়, আজিজ পাইপসের বেলা ১১টায়, ইভিন্স টেক্সটাইলের দুপুর সাড়ে ১২টায়, আইটি কনসালটেন্টসের সকাল সাড়ে ১০টায় ও সামিট এলায়েন্স পোর্টের বেলা ১১টায় এবং ১৫ ডিসেম্বর অ্যাডভেন্ট ফার্মার দুপুর ১২টায়, অগ্নি সিস্টেমসের বিকাল ৩টায়, এপেক্স ফুডসের সকাল সাড়ে ১০টায়, এপেক্স স্পিনিংয়ের সকাল সাড়ে ৯টায়, দেশবন্ধু পলিমারের সকাল ১০টায়, এমআই সিমেন্টের বিকাল ৩টায়, এমজেএলবিডির বেলা ১১টায়, প্যাসিফিক ডেনিমসের বেলা ১১টায়, এস আলমের সকাল সাড়ে ১০টায়, স্কয়ার ফার্মার সকাল ১০টায় ও স্কয়ার টেক্সটাইলের এজিএম বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সবগুলো কোম্পানির এজিএমই ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

১ টি মতামত “আগামী সপ্তাহে ৩০ কোম্পানির এজিএম”

  • N says:

    Strategic investor ra market er unnoyon a ki kaj kortese news koren.

    India te 1992 theke short sell ase,kinto dse te ekhono onomodon dei nai,down market a against the trend trade kora lage eta khob risky,short sell er onomodon jate taratari dei news koren.

    Short sell bangladesh gajet a kobe prokash korbe news koren,ajke to 2.5 year holo.down market a short sell chara bebsha kora jai na,eta jate taratari dei,news koren.komishon eto slow kaj korle bazar agabe kivabe.

    Digital booth ei jinish ta ki,brokarage house er sathe eiter parthokko ki,news koren.

    Short sell bangladesh gajet a kobe prokash korbe news koren,ajke to 2.5 year holo.down market a short sell chara bebsha kora jai na,eta jate taratari dei,news koren.

    Short sell ta den noito down market a bebsha kora jai na.

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.