আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ জুলাই ২০১৫, শনিবার |

kidarkar

২ মাস পর ঘুম ভাঙ্গে যে তরুণীর!

sleepশেয়ারবাজার ডেস্ক: ঘুম প্রতিটি মানুষের জন্য খুবই দরকারি। নিয়মিত পর্যাপ্ত ঘুম না হলে মানুষ অসুস্থ হয়ে পরে। আর  এ ঘুম ঠিক রাখার জন্য মানুষ অনেক কিছুই করে থাকেন৷কেউবা আবার ওষুধ খান, তো কেউ আবার নানাবিধ নিয়ম পালন করেন৷ তবে তাই বলে একটানা দুই মাস ঘুমানো কি কোনো মানুষের পক্ষে সম্ভব। এই অসম্ভবকেই সম্ভব করলেন এক তরুণী।

জানা যায়, দিনের পর দিন একনাগাড়ে ঘুমিয়ে কাটিয়ে দিলেন ইমার্ল ডুপে নামে ওই তরুণী৷ চিকিৎসকরা মনে করেন, সুস্থ থাকার জন্য ছয় থেকে আট ঘণ্টার ঘুমই যথেষ্ট৷ কিন্তু এই সময় যে তার কাছে নিতান্তই কম৷ টানা দু’মাস ঘুমানো তার কাছে কোনো ব্যাপারই নয়৷ ঘুমের মধ্যেই চলেছে খাওয়া-দাওয়া৷ তার ঘুমের জ্বালায় বিরক্ত ডুপের পরিবারের লোকজন৷ 

তবে ডুপে সুস্থ নন৷ ঘুমজনিত অস্বাভাবিকতার শিকার তিনি৷ চিকিৎসা বিজ্ঞানে যার নাম দেওয়া হয়েছে ‘ক্লেইন লেভিন’ বা ‘স্লিপিং বিউটি’৷  সারা বিশ্বে প্রায় এক হাজার মানুষ এই রোগের শিকার৷ তাদের মধ্যে অধিকাংশই পুরুষ থাকলেও এবার দেখা গেলো ভিন্ন চিত্র৷(সূত্র: অনলাইন)

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.