আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ জানুয়ারী ২০১৫, বুধবার |

kidarkar

কোনগুলো ঝুঁকিপূর্ণ পাসওয়ার্ড!

images passwordশেয়ারবাজার ডেস্ক: ২০১৪ সালটি ছিল পাসওয়ার্ড নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বছর। এ বছর সনি ও অ্যাপলের আইক্লাউডসহ বেশ কিছু প্রতিষ্ঠান থেকে বহু ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যায়। এ অবস্থায় মঙ্গলবার পাসওয়ার্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান স্প্ল্যাশডেটা বছরের সবচেয়ে বাজে পাসওয়ার্ডগুলোর একটি তালিকা বের করেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
গত বছর আইক্লাউডসহ বিভিন্ন অনলাইন ভাণ্ডার থেকে বহু সেলিব্রিটি ও হাজার হাজার ব্যবহারকারীর অসংখ্য ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও বেহাত হয়ে গেছে। আর এসব ঝামেলা অনলাইন ব্যবহারকারীদের নানা সমস্যা সৃষ্টি করেছে।
এ সমস্যা সমাধানের একটি উপায় হতে পারে শক্ত পাসওয়ার্ড ব্যবহার এবং তা মাঝে মাঝে পরিবর্তন করা। স্প্ল্যাশডেটার তথ্য অনুযায়ী এ বছরের সবচেয়ে বাজে পাসওয়ার্ড ‘123456’ এবং ‘password’। এ দুটি যদি আপনি কোনো পাসওয়ার্ডে ব্যবহার করেন তাহলে আপনি সবচেয়ে ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছেন। এ ছাড়াও তালিকায় রয়েছে “monkey,” “dragon,” ও “letmein”।
স্প্ল্যাশডেটার তথ্য অনুযায়ী এ বছরের ২৫টি বাজে পাসওয়ার্ড এখানে দেওয়া হলো। আপনার পাসওয়ার্ড এ তালিকায় থাকলে এখনই বাদ দিন-
১. 123456
২. password
৩. 12345
৪. 12345678
৫. qwerty
৬. 1234567890
৭. 1234
৮. baseball
৯. dragon
১০. football
১১. 1234567
১২. monkey
১৩. letmein
১৪. abc123
১৪. 111111
১৬. mustang
১৭. access
১৮. shadow
১৯. master
২০. michael
২১. superman
২২. 696969
২৩. 123123
২৪. batman
২৫. trustno1

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.