আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ জুলাই ২০১৫, বুধবার |

kidarkar

মূল্য সংবেদনশীল তথ্য নেই ইষ্টার্ন কেবলসের

শেয়ারবাজার ডেস্ক: অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইষ্টার্ন কেবলস লিমিটেড। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ইষ্টার্ন কেবলসের কাছে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। জবাবে গত ৭ জুলাই দর বাড়ার পেছনে কোনো কারণ নেই বলে  বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বিশ্লেষণে দেখা গেছে, গত ৭ কার্যদিবসে এক কার্যদিবস কমলে বাকি ৬ কার্যদিবই বেড়েছে এ কোম্পানির শেয়ার দর। আর এ সময়ে ইষ্টার্ন কেবলসের শেয়ার দর বেড়েছে ১৬.৩০ টাকা বা ১৩.৮১ শতাংশ। গত ২৫ জুন এ শেয়ারের দর ছিল ১১৮ টাকা এবং ৭ জুলাই লেনদেন হয়েছে ১৩৪.৩০ টাকা। যা অস্বাভাবিক মনে করছে ডিএসই ও সিএসই।

 

শেয়ারবাজারনিউজ/অ

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.