আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ জানুয়ারী ২০১৫, বুধবার |

kidarkar

টপটেন গেইনারের শীর্ষে ৩য় আইসিবি ফান্ড

mfশেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে ৩য় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড। বুধবার ফান্ডটির ইউনিট দর ১৬.৩০ টাকা বা ১.১৬ শতাংশ বেড়েছে। এদিন ফান্ডটির ইউনিট লেনদেন ২৪৪ টাকায় শুরু হয় এবং দর অপরিবর্তিত থেকে সর্বশেষ ২৪৪ টাকায় লেনদেন হয়। দিনভর এ কোম্পানির ৫০টি ইউনিট ১ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১০ হাজার টাকা।
টানা আট কার্যদিবস দর পতনের পর এক কার্যদিবস দরবৃদ্ধিতে এ ফান্ডটির প্রতি বিনিয়োগকারীরা আগ্রহী হচ্ছেন বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
গত একমাসে এ ইউনিটের সর্বোচ্চ দর ছিল ২৪৪ টাকা এবং এক বছরে ছিল ২৫০.৬০ টাকা । অন্যদিকে গত এক মাসে সর্বনি¤œ দর ছিল ২২৪ টাকা এবং এক বছরে ছিল ১৮৮ টাকা।
১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ৩য় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের পরিশোধিত মূলধন ১ কোটি টাকা। ফান্ডটির ইউনিটের ফেসভেল্যু ১০ টাকা। ফান্ডটিতে সর্বমোট ১০ লাখ ইউনিটে বিভক্ত।
শেয়ারবাজার/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.