আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ জুলাই ২০১৫, শনিবার |

kidarkar

নেতা উৎপাদনের কারখানা বিলবোর্ড

bill-boardশেয়ারবাজার রিপোর্ট: ‘বিলবোর্ড দেখে মনে হয় এটা যেন নেতা উৎপাদনের বিশাল কারখানা এবং এ বিলবোর্ডের মাধ্যমে এ কারখানার উৎপাদন শোভা পাচ্ছে। তাছাড়া এই বিলবোর্ড এখন নতুন দুর্ভোগে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘অবৈধ ও অপ্রয়োজনীয় বিলবোর্ডে নেতার ছবি, নেতার সঙ্গে পাতি নেতা, উপনেতা ও সিকি নেতা সবার ছবি আছে। এছাড়া অনেক চাঁদাবাজদেরও ছবি আছে। নেতাদের খুশি করতে চাঁদাবাজরাও এসব বিলবোর্ডে নিজেদের ছবি দেয়। নিজেদের ছবি দেওয়ার জন্যই তারা এসব বিলবোর্ড বিভিন্ন জায়গায় স্থাপন করে। আগস্ট পর্যন্ত দেখবো, সেপ্টেম্বর থেকে বিলবোর্ড অপসারণে সাঁড়াশি অভিযান হবে।’

তিনি বলেন, এসব বিলবোর্ডগুলো এভাবে স্থাপন করা দেশের জন্য খুবই ক্ষতিকর। এতে দেশের সৌন্দর্যহানি হচ্ছে। আমাদের অর্জনের সঙ্গে এ বিলবোর্ড মিলে না। আজকে বাংলাদেশের যে অর্জন, বিলবোর্ডগুলো তা ঢেকে ফেলছে।‘

তিনি আরও বলেন, ঢাকা-গাজীপুর সড়ক আগে যে কোনও সময়ের চেয়ে ভালো এবং সারাদেশে সড়ক-মহাসড়কের অবস্থাও ভাল। জয়দেপুর-ময়মনসিংহ, ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজও প্রায় শেষের দিকে। সম্প্রতি বৃষ্টিতে কিছু কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারের ঈদে রাস্তার জন্য কোথাও সমস্যা হবে না। আমাদের ফান্ডের কোনও সংকট এখন নেই।’

এবার ঈদে আরও ৫০৬টি বিআরটিসি বাস স্পেশাল সার্ভিসে যুক্ত করা হয়েছে এবং ৫৫টি বাস আপদকালীন সমস্যার জন্য রাখা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

সৈয়দ আশরাফুল ইসলামের দফতরবিহীন হওয়া প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি কখন, কাকে কোথায় কাজে লাগাবেন, কাকে কখন রাখবেন, কাকে বাদ দেবেন তা সম্পূর্ণ তার এখতিয়ার। আমি আজকে মন্ত্রী হিসেবে বক্তব্য দিচ্ছি। প্রধানমন্ত্রী চাইলে আগামীকাল আমাকেও চলে যেতে হবে।

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.