আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ জুলাই ২০১৫, শনিবার |

kidarkar

তুরস্কে ২১ সন্দেহভাজন আইএস জঙ্গি গ্রেফতার

isil in turkeyশেয়ারবাজার ডেস্ক: তুরস্কের রাজধানী আংকারায় ২১ সন্দেহভাজন আইএস জঙ্গি গ্রেফতার করা হয়েছে। এরা সবাই তুরস্কের সীমান্ত পার হয়ে সিরিয়াতে আইএসে যোগ দিতে যাচ্ছিল। খবর: আল-জাজিরা।

তুরস্কের রাষ্ট্রিয় সংবাদ সংস্থার আনাদোলু জানায়, গ্রেফতারকৃত ২১ জনের মধ্যে কয়েকজন আইএসের মানব সরবরাহকারী হিসেবে কাজ করত। কিন্তু এদের পরিচয় বা জাতীয়তা কিছুই প্রকাশ করা হয়নি। শুক্রবার ক্রমাগত অভিযানের মাধ্যেমে এমন সাফল্য আসে।

এ গ্রেফতার এমন এক সময় হল, যখন অাইএসের বিরুদ্ধে একত্রে কাজ করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সাথে আংকারাতে দেশটির সরকারের আলোচনা চলছে। এ আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক জেনারেল জন অ্যালান।

যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ ও কাউন্টার-টেরোরিজম বিভাগ এমন উদ্যোগকে স্বাগত জানালেও তুরস্ক পুলিশের মুখপাত্র এ ব্যপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

আনাদোলু জানায়, অভিযানের সময় পুলিশ বাহিনী ওই স্থান থেকে দুটি রাইফেল, বিপুল পরিমান বিস্ফোরক, দলিলপত্র ও সামরিক পোষাক উদ্ধার করেছে।

শেয়ারবাজারনিউজ/ওহসি/আহাতু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.