আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ জুলাই ২০১৫, সোমবার |

kidarkar

আশা বাড়ছে বিনিয়োগকারীদের

DSE & CSE-sharebazarnewsশেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৪ কার্যদিবসের এক কার্যদিবস কমলেও বাকি ৩ কার্যদিবসই বেড়েছে লেনদেনের পরিমাণ। পাশাপাশি ধারাবাহিক ভাবে বাড়ছে বাজার মূলধন তবে লেনদেনকৃত শেয়ারের পরিমাণ কিছুটা কমেছে। এতে বাজারকে ঘিরে আশাবাদী হয়ে উঠছেন বিনিয়োগকারীরা।
তারা বলছেন, বিনিয়োগকারীরা প্রাইমারি ও সেকেন্ডারি উভয় মার্কেট থেকেই লাভবান হয়েছেন। এতে পূর্বের ক্ষতি কিছুটা হলেও কাটতে শুরু করেছে। জানা যায়, গত তিন কার্যদিবসে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪৭ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা। তবে চার কার্যদিবস বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৪১ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার টাকা। এছাড়া চার কার্যদিবসের দুই কার্যদিবস লেনদেনকৃত শেয়ার সংখ্যার পরিমাণ বেড়েছে ১ কোটি ৬৯ লাখ ৫৪ হাজার ৭টি।
গত ১২ জুলাই ডিএসইতে দৈনিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছিলো ৫৫৩ কোটি ৭৫ লাখ ৪৩ হাজারে। এছাড়া একই দিনে বাজার মূলধন ৩ লাখ ২৭ হাজার ৬০৪ কোটিতে দাঁড়িয়েছিলো। এদিন লেনদেনকৃত শেয়ার সংখ্যার পরিমাণ দাঁড়ায় ১২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ২০০টি। এদিকে প্রায় সবদিক থেকেই গত তিন কার্যদিবস ভালো অবস্থানে রয়েছে পুঁজিবাজার। যা বিনিয়োগকারীদের মনে আশার সঞ্চার করেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
ইবিএল সিকিউরিটিজ হাউজের নাজমুল হাসান নামে এক বিনিয়োগকারী বলেন, গত ৩ কার্যদিবস ধরে বাজারে লেনদেন বৃদ্ধি পাচ্ছে। যার নেপথ্যে নীতিনির্ধারণী মহলগুলোর ইতিবাচক অবস্থান। আশা করা যায় ঈদের পর বাজার আবার ঘুরে দাঁড়াবে। একই হাউজের আরেক বিনিয়োগকারী রকিবুর রহমান বলেন, বিগত সাড়ে চার বছরে বাজারে নানা ইস্যুকে কেন্দ্র করে উত্থান পতন ঘটেছে। আগামীতে কি হয় তা দেখার বিষয়। তবে তিনি বাজারে নেতিবাচক প্রভাব পড়ে এমন কোনো সিদ্ধান্ত কিংবা দায়িত্বশীলদের মন্তব্য না করার অনুরোধ জানান।
শেয়ারবাজারনিউজ/মু/সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.