আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ জুলাই ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট

turnover -sharebazarnewsশেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

ডিএসই: বৃহস্পতিবার লাফার্জ সুরমার ৫৪ লাখ ৫৩ হাজার ৯০৯টি শেয়ার মোট ৭ হাজার ৫৪৩ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৬৭ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকা।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার শেয়ারে লেনদেন হয়েছে ৩৩ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকা, আরএকে সিরামিক (৩১ কোটি ৭৯ লাখ ৪১ হাজার টাকা), এসিআই (২৯ কোটি ৫৬ লাখ ১১ হাজার টাকা), খুলনা পাওয়ার (২৭ কোটি ৪২ লাখ ৮৯ হাজার টাকা), জিপি (২৫ কোটি ৯ লাখ ৭৬ হাজার টাকা), শাহজিবাজার পাওয়ার (২৩ কোটি ২৩ লাখ ৩৪ হাজার টাকা), রেনাটা (২০ কোটি ৬২ লাখ ৩ হাজার টাকা), বিএসআরএম লিমিটেড (১৯ কোটি ১৫ লাখ ৯৩ হাজার টাকা), ইসলামী ব্যাংক (১৫ কোটি ৪ লাখ ৭৪ হাজার টাকা), বেক্সিমকো ফার্মা (১৪ কোটি ৩৩ লাখ ৬৫ হাজার টাকা), বেক্সিমকো (১৩ কোটি ৯৫ লাখ ৪১ হাজার টাকা), ইউনাইটেড পাওয়ার (১২ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার টাকা), ইফাদ অটোস (১১ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা), বিএসআরএম স্টিল (১১ কোটি ৪৩ লাখ ৭২ হাজার টাকা), শাশা ডেনিম (১০ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকা), এমজেএল বিডি (১০ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার টাকা), আইডিএলসি (১০ কোটি ৭৬ লাখ ৭ হাজার টাকা), ফার কেমিক্যাল (১০ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকা) এবং ইউনাইটেড এয়ারের শেয়ারে লেনদেন হয়েছে ১০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা।

সিএসই: আজ সিএসই’তে লাফার্জ সুরমা সিমেন্টের ৫ লাখ ৭২ হাজার ২ শত শেয়ার ১ হাজার ৩৫৯ বার হাতবদল হয়ে লেনদেনের শীর্ষে অবস্থান করে। যার বাজারমূল্য ৭ কোটি ৮ লাখ ৩২ হাজার ৭৩৬ টাকা।

সিএসই’তে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে যথাক্রমে বিএসআরএম লিমিটেডের শেয়ারে লেনদেন হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৬৯ হাজার ৭৩৬ টাকা, ইউনাইটেড পাওয়ার (১ কোটি ৯৫ লাখ ৬৯ হাজার ৮২৮ টাকা), স্কয়ার ফার্মা (১ কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৭৮৫ টাকা), বেক্সিমকো (১ কোটি ৭৬ লাখ ৩ হাজার ২২৮ টাকা), অলিম্পিক এক্সেসরিজ (১ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার ৮১৯ টাকা), জিপি (১ কোটি ৫৭ লাখ ৮৩ হাজার ৮ শত টাকা), শাহজিবাজার পাওয়ার (১ কোটি ৫০ লাখ ১৩ হাজার ৭৯৩ টাকা), ইউনাইটেড এয়ার (১ কোটি ৪৮ লাখ ৮০ হাজার ১০৮ টাকা), বেক্সিমকো ফার্মার (১ কোটি ২৩ লাখ ৭৮ হাজার ৩৫৭ টাকা), বিএসআরএম স্টিল (১ কোটি ২০ লাখ ৯১ হাজার ১৭১ টাকা), আরএকে সিরামিক (১ কোটি ১০ লাখ ৬৫ হাজার ৮৮২ টাকা), এমজেএল বিডি (১ কোটি ৬ লাখ ৫৬ হাজার ৯০৩ টাকা), সাবমেরিন ক্যাবল (১ কোটি ৫ লাখ ৮৩ হাজার ৬২৪ টাকা), এসিআই (১ কোটি ৩ লাখ ৫০ হাজার ২২৯ টাকা), খুলনা পাওয়ার (৯৬ লাখ ৯৪ হাজার ১৭৫ টাকা), ওয়েস্টার্ন মেরিন (৮৮ লাখ ৬১ হাজার ৩৯৩ টাকা), আফতাব অটো (৮৩ লাখ ২২ হাজার ৫২ টাকা), ইফাদ অটো (৬৮ লাখ ৮৮ হাজার ৪৪৩ টাকা) এবং সামিট পাওয়ারের শেয়ারে লেনদেন হয়েছে ৬৪ লাখ ৯৭ হাজার ৬৮৭ টাকা।

শেয়ারবাজারনিউজর/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.