আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ জুলাই ২০১৫, শুক্রবার |

kidarkar

১০ মাস পর ইসলামী ব্যাংকে আস্থা

islami bankশেয়ারবাজার রিপোর্ট: প্রায় ১০ মাস পর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শেয়ার দরে টানা ঊর্ধ্বমুখীভাব বিরাজ করছে। বিগত দুই বছরে এ কোম্পানির শেয়ার দর সর্বোচ্চ ছিল ৩৮ টাকা। বাজার পরিস্থিতি মন্দার কারণে এর শেয়ার দর চলতি বছরের মে মাসে নেমে আসে ১৫ টাকায়। এর আগে গত বছরের অক্টোবর মাসে ইসলামি ব্যাংকের শেয়ার দর ২৩ টাকায় লেনদেন হয়েছিল।  সে মাসের শেষের দিকে এ কোম্পানির শেয়ার দর টানা কয়েক কার্যদিবস দর বেড়েছে শেয়ার দর ২৯ টাকায় উন্নীত হয়। তারপর থেকেই আবার শুরু হয় দরপতন। এক পর্যায়ে চলতি বছরের মে মাসে এ কোম্পানির শেয়ার দর ১৫ টাকায় নেমে আসে।

এদিকে গত ৪ কার্যদিবস ধরে ইসলামি ব্যাংকের শেয়ার দর আবার বাড়ছে। এছাড়া ঈদ পরবর্তী সপ্তাহে লেনদেন হওয়া তিন কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক গেইনারের শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আলোচিত সপ্তাহে এ কোম্পানির শেয়ার দর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩২.৩৭ শতাংশ বেড়েছে। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৩২.৩৬ শতাংশ।  ডিএসই এবং সিএসই সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
বিশ্লেষণে দেখা গেছে, আলোচিত সপ্তাহে ডিএসইতে ইসলামী ব্যাংকের দৈনিক গড়ে লেনদেন করেছে ৮ কোটি ২৯ লাখ ৪ হাজার ৩৩৩ টাকার শেয়ার। আর সপ্তাহজুড়ে এ কোম্পানির ২৪ কোটি ৮৭ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা যায়, কোম্পানিটির প্রকাশিত অনিরিক্ষিত প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদেনে আগের বছরের তুলনায় মুনাফায় রয়েছে। অন্যদিকে কোম্পানির পরিচালক মোস্তফা আনোয়ার ৩ লাখ ৮০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এছাড়া গত দুই বছরে কোম্পানির শেয়ার দর তলানিতে এসে ঠেকেছে। তাই উপযুক্ত দর না পাওয়ায় অনেক বিনিয়োগকারী শেয়ারটি ধরে রেখেছেন। আর এসব একারণেই এ শেয়ারের দর বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

এদিকে ব্যাংকটির শেয়ার কেনার জন্য ক্রেতা থাকলেও বিক্রেতা না থাকায় টানা দুই কার্যদিবস ২২ ও ২৩ জুলাই লেনদেনের প্রথম ১০ মিনিটে হল্টেড হয়। এছাড়া গত কার্যদিবস ধরে কোম্পানির শেয়ার দর বাড়ছে। সম্প্রতি কোম্পানির অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ১ হাজার ৬১০ কোটি টাকা।  এর রিজার্ভের পরিমান ৩ হাজার ৪৮ কোটি ৪৬ লাখ টাকা। কোম্পানিটির মোট ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৫৮.৩৭ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬.১৯ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ১৪.৭৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২০.৬৮ শতাংশ শেয়ার।
এছাড়াও ডিএসই’তে সাপ্তাহিক গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিএসআরএম লিমিটেডের শেয়ার দর বেড়েছে ২১.২৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১৮.০৬ শতাংশ, রেনেটার ১৭.৬৫ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ১৭.৫৫ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১৭.৩৪ শতাংশ, লিন্ডে বিডির ১৬.৫৪ শতাংশ, বিজিআইসির ১৬.৩৬ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৪.৯৭ শতাংশ এবং বিডি ল্যাম্পসের শেয়ার দর বেড়েছে ১৪.১৩ শতাংশ।
এদিকে সিএসই‘তে ইসলামী ব্যাংকের দৈনিক গড়ে লেনদেন করেছে ৩২ লাখ ৩৭ হাজার ৯০৪ টাকার শেয়ার। আর সপ্তাহজুড়ে কোম্পানির ৭০ কোটি ১৩ লাখ ৭১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়াও সিএসই’তে সাপ্তাহিক গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে কন্টিনেন্টেল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ২২.৯৬ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ১৯.৮১ শতাংশ, লিন্ডে বিডির ১৯.৫৮ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ১৮.৫৮ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ১৬.৮৫ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ১৬.৩৩ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৫.৫৪ শতাংশ, ইর্স্টার্ণ ইন্স্যুরেন্সের ১৪.৯৩ শতাংশ, এবং মেঘনা সিমেন্টের শেয়ার দর বেড়েছে ১৩.৩৮ শতাংশ।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.