আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ জুলাই ২০১৫, শনিবার |

kidarkar

সিরিয়ায় আবারো তুরস্কের বিমান হামলা

Turkishশেয়ারবাজার ডেস্ক: সিরিয়ায় ইসলামিক স্টেট এর জঙ্গিদের লক্ষকরে আবারো বিমান হামলা চালিয়েছে তুরস্ক। উত্তর ইরাকের কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করেও একি সাথে হামলা চালানো হচ্ছে। বিবিসি বাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।

ইসলামিক স্টেট-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিজ্ঞা করেছে তুরস্ক। তারই অংশ হিসেবে সিরিয়ার জঙ্গিদের উপরে বোমা হামলা চলছে। যদিও সিরিয়া চালানো এই অভিযান নিয়ে তুরস্ক এখনো কিছু বলেনি।

তবে, স্থানীয় গণমাধ্যমগুলো বলছে আইএস সেনাদের অবস্থান লক্ষ্য করে সিরিয়ার আকাশসীমা থেকে তুর্কী বিমান গুলি করেছে। এই নিয়ে এক সপ্তাহে দ্বিতীয় বারের মতন তুরস্ক বিমান হামলা চালালো। এর আগে শুক্রবারেও সিরিয়ায় আইএস-এর তিনটি টার্গেটে বিমান হামলা চালায় তুরস্ক।

এছাড়া ইরাকের কুর্দিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীদের লক্ষ্য করে পৃথক মিশনে বোমা হামলা চালানো হয়েছে কুর্দি সেপারেটিস্ট গ্রুপ বা কেকেকে এর উপর। তুরস্কের নিরাপত্তা বাহিনীর উপরে সাম্প্রতিক এক হামলার দায় স্বীকার করেছিল পিকেকেকে।

আইএসকে দমনের জন্য তাদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য মার্কিন বিমানগুলোকে তুরস্কের বিমানঘাঁটিগুলো ব্যাবহার করার অনুমতিও দিয়েছে তুরস্ক।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র মার্ক টোনার এখানে বলছেন, আইএসআইএল এর বিরুদ্ধে অপারেশন চালানোর জন্য আমেরিকা ও মার্কিন জোটের মানুষবাহী বা মানব বিহীন বিমানগুলোর জন্য তুরস্কের ক্লিয়ারেন্স রয়েছে।

আইএস সন্দেহে শুক্রবারে একজনকে গ্রেফতার করেছে তুরস্ক। অন্যদিকে, তুরস্কের সুরুক শহরে চলতি সপ্তাহেই চালানো এক হামলায় ৩২ জন নিহত হয়।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.