আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ জুলাই ২০১৫, রবিবার |

kidarkar

উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট

Lafarge-Cementশেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ ‍সুরমা সিমেন্ট লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

ডিএসই: রোববার ডিএসইতে লাফার্জ সুরমার ৪৭ লাখ ৯৩ হাজার ৪৫৯টি শেয়ার মোট ৫ হাজার ৯৪৩ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৬১ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকা।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খুলনা পাওয়ারের শেয়ারে লেনদেন হয়েছে ৩১ কোটি ৪ লাখ ৫৫ হাজার টাকা, এসিআই (২৬ কোটি ৩৯ লাখ ৭২ হাজার টাকা), শাহজিবাজার পাওয়ার (২৬ কোটি ১২ লাখ ৫৯ হাজার টাকা), জিপি (২১ কোটি ৪০ লাখ ২ হাজার টাকা), শাশা ডেনিম (২০ কোটি ২২ লাখ ৬২ হাজার টাকা), রেনাটা (১৯ কোটি ৯৪ লাখ ৩০ হাজার টাকা), অলিম্পিক এক্সেসরিজ (১৯ কোটি ২৫ লাখ ৪৩ হাজার টাকা), ফার কেমিক্যাল (১৮ কোটি ৭৩ লাখ ৬৫ হাজার টাকা), বেক্সিমকো (১৭ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার টাকা), ডেস্কো (১৭ কোটি ৬৯ লাখ ৬৭ হাজার টাকা), বেক্সিমকো ফার্মা (১৭ কোটি ১৪ লাখ ৭৮ হাজার টাকা), স্কয়ার ফার্মা (১৬ কোটি ৫৮ লাখ ২২ হাজার টাকা), আরএকে সিরামিক (১৪ কোটি ৭১ লাখ ৪৭ হাজার টাকা), হাইডেলবার্গ সিমেন্ট (১৩ কোটি ৪০ লাখ ৬৯ হাজার টাকা), বিএসআরএম লিমিটেড (১২ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার টাকা), এমজেএল বাংলাদেশ (১২ কোটি ৪১ লাখ ২ হাজার টাকা) ইউনাইটেড এয়ার (১০ কোটি ৯৮ লাখ ৩৮ হাজার টাকা), ইউনাইটেড পাওয়ার (৯ কোটি ৭৫ লাখ ৪৬ হাজার টাকা), এবং ইসলামী ব্যাংকের শেয়ারে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৯ লাখ ৭১ হাজার টাকা।

সিএসই: আজ সিএসই’তে লাফার্জ সুরমার ৪ লাখ ১৭ হাজার ২৫৪টি শেয়ার ১ হাজার ৪৩ বার হাতবদল হয়ে লেনদেনের শীর্ষে অবস্থান করে। যার বাজারমূল্য ৫ কোটি ২৯ লাখ ৩৫ হাজার ৮৯ টাকা।

সিএসই’তে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে যথাক্রমে অলিম্পিক এক্সেসরিজের শেয়ারে লেনদেন হয়েছে ৪ কোটি ৭৬ লাখ ৮৮ হাজার ১৫৩ টাকা, বেক্সিমকো ফার্মা (২ কোটি ২৭ লাখ ৫৮ হাজার টাকা), বেক্সিমকো (২ কোটি ১৮ লাখ ২৯ হাজার ৪২৩ টাকা), জিপি (২ কোটি ১৫ লাখ ৮১ হাজার ৬১০ টাকা), বিএসআরএম লিমিটেড (১ কোটি ৯৮ লাখ ৯৯ হাজার ৮৮১ টাকা), খুলনা পাওয়ার (১ কোটি ৬২ লাখ ৩ হাজার ৭৪৫ টাকা), শাহজিবাজার পাওয়ার (১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৮৬৪ টাকা), ইউনাইটেড পাওয়ার (১ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৩২৭ টাকা), ইউানাইটেড এয়ার (১ কোটি ৪৬ লাখ ১২ হাজার ৩৩২ টাকা), এমজেএল বিডি (১ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার ৩৪৪ টাকা), স্কয়ার ফার্মা (১ কোটি ২০ লাখ ৩০ হাজার ৯৩৫ টাকা), ফার কেমিক্যাল (১ কোটি ১৬ লাখ ৭৪ হাজার ৪৬৮ টাকা), সাবমেরিন ক্যাবল (১ কোটি ৮ লাখ ৪৮ হাজার ১৫৭ টাকা), ইসলামী ব্যাংক (৮৩ লাখ ৩০ হাজার ৪১ টাকা), শাশা ডেনিম (৭১ লাখ ৪০ হাজার ৮২৪ টাকা), ওয়েস্টার্ন মেরিন (৭০ লাখ ১৭ হাজার ৯২৫ টাকা), কেয়া কসমেটিক্স (৬৮ লাখ ৬ হাজার ১৯ টাকা), এসিআই (৬৫ লাখ ৮৭ হাজার ৪১২ টাকা) এবং ফ্যামিলিটেক্সের শেয়ারে লেনদেন হয়েছে ৬৩ লাখ ৩৬ হাজার ৯৮৯ টাকা।

শেয়ারবাজারনিউজর/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.