আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ জুলাই ২০১৫, সোমবার |

kidarkar

৬০ শতাংশ ইপিএস বেড়েছে রেকিট বেনকিজারের

rekittশেয়ারবাজার ডেস্ক: অর্ধবার্ষিকের অনিরীক্ষিত (জানুয়ারি-জুন ১৫) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার লিমিটেড। প্রতিবেদন অনুযায়ী ৬০ শতাংশ ইপিএস বেড়েছে কোম্পানিটির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্ধবার্ষিকে এ কোম্পানির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ১৩ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯.১০ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল যথাক্রমে ৮ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকা এবং ইপিএস ছিল ১৮.১৮ টাকা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৫ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকা এবং ইপিএস বেড়েছে ১০.৯২ টাকা বা ৬০ শতাংশ।

এদিকে গত তিন মাসে (এপ্রিল-জুন ১৫) এ কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৫ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১.৯৫ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল যথাক্রমে ৫ কোটি ৪৮ লাখ টাকা এবং ইপিএস ছিল ১১.৬০ টাকা।

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.