আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ অগাস্ট ২০১৫, শনিবার |

kidarkar

ফোবর্সের তালিকায় প্রযুক্তি জগতের শ্রেষ্ঠ ধনী বিল গেটস

billশেয়ারবাজার ডেস্ক: ব্যবসা-বাণিজ্য বিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন ফোবর্স প্রযুক্তি জগতের শীর্ষ ধনীদের নিয়ে একটি তালিকা করেছে। একশ’ জনের এ তালিকায় শীর্ষে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সাত হাজার নয়শ’ ৬০ কোটি মার্কিন ডলার সম্পত্তির মালিক বিল গেটস বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী।

প্রথমবারের মতো করা এ তালিকার দ্বিতীয় স্থানে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার নির্মাতা কোম্পানি ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তার সম্পত্তির পরিমাণ ৫ হাজার কোটি ডলার। ৪ হাজার সাতশ’ ৮০ কোটি ডলার নিয়ে অনলাইনে কেনাবেচার জনপ্রিয় সাইট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস এর অবস্থান তৃতীয়।

বুধবার প্রকাশিত এ তালিকার একশ’ টেক জায়ান্টের মধ্যে ৫১ জনই যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো প্রতিষ্ঠানের মালিক। মহাদেশ হিসেবে ইউরোপের ৩৩ জন এবং এশিয়ার আটজন ধনকুবের এতে স্থান পেয়েছেন। ফোর্বসের মতে, শীর্ষ একশ’ জন প্রযুক্তি মুগলের গড় বয়স ৫৩ বছর, যা বিশ্বের শীর্ষ একশ’ ধনীর গড় বয়সের চেয়ে ১০ বছর কম।

তালিকায় স্থান পেয়েছেন সাতজন নারী যার মধ্যে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবস রয়েছেন শীর্ষে। দুই হাজার একশ’ ৪০ কোটি ডরারের মালিক লরেনের অবস্থান নবম।

অন্তত দুইশ’ কোটি ডলার সম্পত্তির মালিক প্রযুক্তি জগতের এমন ব্যক্তিরাই তালিকায় স্থান পেয়েছেন। তালিকায় স্থান পাওয়া একশ’ জনের সম্মিলিত সম্পত্তির পরিমাণ ৮৪ হাজার ২৯০ কোটি ডলার।

তালিকায় জায়গা করে নেওয়া সবচেয়ে কম বয়সী হলেন ইন্টারনেটের মাধ্যমে ভিডিও চ্যাট করার সাইট স্ন্যাপচ্যাট এর সহ-প্রতিষ্ঠাতা ইভান স্পিগেল। বসচেয়ে বয়স্ক ব্যক্তি ইন্টেল ইনকরপোরেশনের সহ-প্রতিষ্ঠাতা গর্ডন মুর। ৮৬ বছর বয়সী এ ধনকুবেরের সম্পত্তির পরিমাণ ছয়শ’ কোটি ডলার।

অন্যদের মধ্যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ৪ হাজার একশ’ ২০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে চতুর্থ, গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ৩ হাজার তিনশ’ ৪০ কোটি ডলার নিয়ে পঞ্চম এবং গুগলের অপর সহ-প্রতিষ্ঠাতা সার্জেই ব্রিন ৩ হাজার দুইশ’ ৮০ কোটি ডলার নিয়ে ষষ্ট স্থানে রয়েছেন।

এছাড়া অনলাইনে কেনাবেচার সাইট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা সপ্তম, মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বালমার অষ্টম এবং ডেল ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল দশম স্থানে রয়েছেন।

ফোর্বস জানিয়েছে, তালিকার একশ’ জনের মধ্যে ৯৪ জনই নিজে কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। তিনজন উত্তরাধিকাসূত্রে এ সম্পত্তির মালিক হয়েছেন; আর তিনজন উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তির সঙ্গে নিজের চেষ্টায় আরও যোগ করেছেন। সূত্র: ইন্টারনেট।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.