আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ অগাস্ট ২০১৫, সোমবার |

kidarkar

ব্যবসা বাড়াতে নতুন পণ্য এনেছে ইফাদ

Ifadশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ইফাদ অটোস নতুন প্রোডাক্ট অর্থাৎ থ্রি হুইলার অতুল অটো চালু করবে। পরিবেশ বান্ধব নতুন এ অটোর মাধ্যমে কোম্পানিটির ব্যবসা বাড়বে। এতে কোম্পানিটির মুনাফায় ইতিবাচক প্রভাব পড়বে।

গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে অতুল অটো উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেছেন কোম্পানিটির চেয়ারম্যান। আর এর মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ভারতীয় এই অটো ব্র্যান্ডটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভারতীয় রাষ্ট্রদূত পঙ্কজ শরন,  এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমেদ এবং অতুল অটোর চেয়ারম্যান জয়ন্তিবাই যে চন্দ্র।

এ সময় ইফাদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, জনসাধারণের সেবা বৃদ্ধির লক্ষ্যে, ইফাদ গ্রুপ পরিবেশ বান্ধব ইউরো-৩ অতুল অটো বেবী ট্যক্সি, হিউমান হলার ও মালবাহী গাড়ী বাজারজাত করতে যাচ্ছে। এইসব গাড়ীসমূহ যে সমস্ত স্থানে বড় বাস/ট্রাক চলাচল করতে পারে না সেইসব স্থানে মানুষের চলাচল ও মালামাল পরিবহনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। আমাদের আজ যে পরিবহনটি বাজারে আসছে এটি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবিকার জন্য একটি বিশেষ সংযোজন হিসেবে কাজ করবে।

প্রধান অতিথির বক্তব্যে নৌ-মন্ত্রী শাজাহান খান বলেন, আমার হিসাবে আজ থেকে দশ বছর আগে দেশে যে দুর্ঘটনা ছিল এখন তার চেয়ে অনেক কম দুর্ঘটনা হচ্ছে। ঢাকা আরিচা মহাসড়কে আগে যত দুর্ঘটনা হতো এখন তার চেয়ে অনেক কম হয়। জাতীয় মহাসড়কে থ্রি হুইলার বন্ধের ব্যাপারে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়ার জবাবে মন্ত্রী বলেন, থ্রি হুইলার বন্ধের কারণে ভোগান্তি হলেও এতে অনেক মানুষের জীবন রক্ষা পাবে। এর পাশাপাশি সড়ক ও সেতু মন্ত্রীর দেয়া মহাসড়কের পাশে বাইলেন করার ঘোষণাকে তিনি স্বাগত জানান।

জয়ন্তিবাই যে চন্দ্র বলেন, অতুল ভারতের দ্রুত উন্নতিশীল কোম্পানীসমূহের অন্যতম। এই কোম্পানীটি পরিবেশ বান্ধব ইউরো-৩ ইঞ্জিন তৈরী করছে। অতুল অটো বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও ৭/৮টি দেশে তাদের গাড়ী সুনামের সাথে রপ্তানী করছে। এই থ্রী হুইলারগুলো শক্তিশালী মজবুত এবং গাড়ীটি জ্বালানী সাশ্রয়ী।

 

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.