আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ অগাস্ট ২০১৫, সোমবার |

kidarkar

শরনার্থীদের সাহায্যে ২.৬ বিলিয়ন ইউরো দিচ্ছে ইইউ

Frontex helicopter patrols over Syrian refugees arriving on an overcrowded dinghy at a beach at the Greek island of Lesbos August 10, 2015. REUTERS/Antonis Pasvantis

শেয়ারবাজার ডেস্ক: শরনার্থীদের জন্য ২.৬ বিলিয়ন ইউরো সাহায্য দেয়ার্ প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। এ সহায়তার বড় অংশটি পাবে ইতালি এবং গ্রীস। খবর: রয়াটার্স।

সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে শরনার্থী সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এর মধ্যে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ইতালি ও গ্রীসে প্রচুর অবৈধ অধিবাসী ঢুকেছে। এদের সাহায্যে করার জন্যই ইইউ এ প্রণোদনা ঘোষণা করেছে।

প্রণোদনা প্যাকেজে ইতালি পাচ্ছে ৫৬০ মিলিয়ন ইউরো এবং গ্রীস পাচ্ছে ৪৭৩ মিলিয়ন ইউরো।

সাম্প্রতিক সময়ে ব্রিটেন ও ফ্রান্সের সীমান্তে অবৈধভাবে প্রবেশ প্রবেশের সময় বেশকিছু প্রাণহানীর ঘটনা ঘটার পর থেকে আন্তর্জাতিক মিডিয়াতে ইউরোপের শরনার্থীদের বিষয়টি জোরেসোরে আলোচনায় আসে। এ সমস্যা থেকে দেশগুলো উত্তোরনের জন্যই ইইউ প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছে।

শেয়ারবাজারনিউজ/ওহসি/আহাতু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.