আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ অগাস্ট ২০১৫, মঙ্গলবার |

kidarkar

তুরস্কে ঢুকছে যুক্তরাষ্ট্রের বিমান বহর

Six U.S. Air Force F-16 Fighting Falcons from Aviano Air Base, Italy, are seen at Incirlik Air Base, Turkey, after being deployed, in this U.S. Air Force handout picture taken August 9, 2015.  REUTERS/U.S. Air Force/Senior Airman Michael Battles/Handout

শেয়ারবাজার ডেস্ক: ইসলামিক জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেটের (আইএসআইএল) বিরুদ্ধে আক্রমন চালাতে এবার তুরস্কে ঢুকছে যুক্তরাষ্ট্রের বিমানবহর। অত্যাধুনিক এ বিমান বহরে থাকছে ছয়টি এফ-১৬ বিমান এবং ৩০০ যোদ্ধা। খবর: রয়াটার্স।

গত সপ্তাহে তুরস্কের সরকার আনুষ্ঠানিকভাবে আইএসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করার অভিমত ব্যক্ত করে। এরপরই যুক্তরাষ্ট্রের বিমানবহর এর জন্য প্রয়োজনীয় লোকজনসহ এ বিমান বহর পাঠাচ্ছে। এ বিমান বহরটি ৩১তম ফাইটার উইং এবং ইতালীর এভিয়ানো এয়ার বেইজে ছিল পেন্টাগন নিশ্চিত করেছে।

বিশ্লেষকরা মনে করছেন, তুরস্কের মাটিতে বিমান ঘাটি হিসেবে ব্যবহার করতে পারলে সিরিয়া যুদ্ধে কৌশলগতভাবে অনেকটাই এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র। সিরিয়ার সাথে তুরস্কের প্রায় ৯০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এবং সিরিয়া যুদ্ধের কারণে সাম্প্রতিক সময়ে সীমানার নিরাপত্তা নিয়ে আতঙ্কিত রয়েছে আংকারা।  বিমান ঘাটি হিসেবে তুরস্কের রাজধানী আংকারার মাটি ব্যবহার করলেও মূলত বিমানগুলো আরব উপসাগর থেকে।

আইএসআইএলের বিরুদ্ধে যুদ্ধে ইতিমধ্যে ৬০টি দেশ সাথে যুক্তরাষ্ট্রের সাথে মিলিত থাকার অঙ্গিকার ব্যক্ত করেছে।

শেয়ারবাজারনিউজ/ওহসি/আহাতু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.