আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ জানুয়ারী ২০১৫, মঙ্গলবার |

kidarkar

ইন্টারনেট স্পিড বাড়ানোর উপায়

internateশেয়ারবাজার ডেস্ক : আজকাল ইন্টারনেট ছাড়া চলা দায়৷ কিন্তু মোবাইলে ইন্টারনেট করতে গেলেই অনেকে স্লো ইন্টারনেট স্পিডের কথা বলেন৷ কিন্তু মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য কয়েকটি পদ্ধতি নিলে খুব সহজেই ইন্টারনেট স্পিড বাড়ানো যায়৷ স্পিড বাড়ানোর উপায় বাতলে দেয়া হলো-

১৷ মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল করুন৷

২৷ আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন৷ স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে৷

৩৷ মোবাইলের ‘ক্যাশড ডেটা’ কিয়ার করুন৷কারণ  এগুলো শুধু  মোবাইলের জায়গায় নস্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়৷

৪৷ আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন৷পারলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন৷ আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে৷

৫৷ সবশেষে আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন৷ যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে৷

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.