আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৭ অগাস্ট ২০১৫, সোমবার |

kidarkar

বন্ড ছাড়বে ঢাকা ব্যাংক

Dhaka-Bank-Limited-sharebazarnews.comশেয়ারবাজার রিপোর্ট: মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে  পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেড।  এ লক্ষ্যে ৩০০ কোটি টাকার নন-কনভার্টেবল সেকেন্ড সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়বে ব্যাংকটি। রোববার কোম্পানিটির ২৫৫তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ৬তম বিশেষ সাধারণ সভায় (ইজিএম) বিনিয়োগকারীদের সম্মতি নেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট নীতি নির্ধারক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর বন্ড ছাড়ার সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর। আর ইজিএমের তারিখ, সময় ও স্থান পরে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.