আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ জানুয়ারী ২০১৫, মঙ্গলবার |

kidarkar

শেষটা জিততে চায় নিউজিল্যান্ড ও শ্রীলংকা

sri lankaশেয়ারবাজার ডেস্ক : সাত ম্যাচের সিরিজে ছয় ম্যাচ শেষে শ্রীলংকার বিপক্ষে সিরিজে ৪-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড। বাকী সিরিজের সপ্তম ও শেষ ওয়ানডে ম্যাচ। তাই সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে ব্ল্যাক ক্যাপসদের। ফলে সিরিজ হারও নিশ্চিত লংকানদের। তারপরও সিরিজের শেষটা ভালো করতে চাইছে দু’দল। শেষটা ভালো করার লক্ষ্য নিয়ে ২৯ জানুয়ারী ওয়েলিংটনে বাংলাদেশ সময় ভোর সাতটায় মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও শ্রীলংকা।

এক ম্যাচ আগেই নিষ্পত্তি হয়েছে সিরিজের গতিপথ। সিরিজ সেরার ট্রফিটি যাচ্ছে নিউজিল্যান্ড খেলোয়াড়দের কাছেই। তারপরও সিরিজের জৌলুস নষ্ট হয়নি বিন্দুমাত্র। কারণ দোর গোড়ায় দাঁড়িয়ে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে যেই ম্যাচই হোক না কেন, সেটিই প্রস্তুতির সেরা মাধ্যম। তাই সিরিজের শেষ ম্যাচ নিয়েও অনেক বেশি মাথা ঘামাচ্ছে নিউজিল্যান্ড ও শ্রীলংকার খেলোয়াড়রা।

নয় বছর পর শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে নিউজিল্যান্ড। তার চেয়ে বড় কথা- বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজ জয় দলের মনোবল অনেকখানি বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন ব্ল্যাক ক্যাপসদের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, পুরো সিরিজে দারুণ খেলেছি আমরা। বিশেষভাবে শেষ তিনটি ম্যাচ। প্রত্যকটিতে আমাদের প্রাধান্যই বেশি স্পস্ট। ফলে নয় বছর পর লংকানদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হয়েছে আমাদের। তবে বর্তমান পরিস্থিতিতে আমাদের কাছে এটি মূখ্য বিষয় নয়। কারণ বিশ্বকাপ। ক্রিকেটের বড় আসর বিশ্বকাপের আগে এই সিরিজ জয় দলের খেলোয়াড়দের অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে এটি নিশ্চিতভাবে বলতে পারি। তাই সিরিজের শেষ ম্যাচেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। শেষটা জয় দিয়েই করতে চাই।

নিউজিল্যান্ডের মত শেষটা জয় দিয়েই করতে চাইছে শ্রীলংকাও। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে কিউইদের আন্তর্জাতিক ম্যাচ থাকলেও, লংকানদের কোন ম্যাচ নেই। তাই বিশ্বকাপের মত আসরে জয়ের ছোঁয়া নিয়েই যেতে চাইছে শ্রীলংকা বলে জানালেন দলের অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ, নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ তিন ম্যাচে খুবই বাজে ক্রিকেট খেলেছি আমরা। বিশ্বকাপের আগে এমন হার সত্যিই দুঃখজনক। তবে আশা করছি সিরিজের শেষটা ভালোভাবেই করতে পারবো। জয়ের স্বাদ নিয়ে বিশ্বকাপে যেতে চাই।

নিউজিল্যান্ড স্কোয়াড : ব্রেন্ডন ম্যাককালাম(অধিনায়ক), কোরি এন্ডারসন, ট্রেন্ট বোল্ট, গ্রান্ট ইলিয়ট, মার্টিন গাপটিল, টম লাথাম, মিচেল ম্যাকক্লেনাঘান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, লুক রঞ্চি, প্যানিয়েল ভেট্টরি ও কেন উইলিয়ামসন।

শ্রীলংকা স্কোয়াড : এ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), দিনেশ চান্ডিমাল, তিলকারতেœ দিলশান, শামিন্দা এরাঙ্গা, রঙ্গনা হেরাথ, মাহেলা জয়াবর্ধনে, দিমুথ করুনারতেœ, নুয়ান কুলাসেকারা, সুরঙ্গ লাকমাল, লাসিথ মালিঙ্গা, জীবন মেন্ডিজ, থিসারা পেরেরা, ধাম্মিকা প্রসাদ, কুমার সাঙ্গাকারা, লাহিরু থিরিমান্নে ও সাচিত্রা সেনানায়েকে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.