আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ অগাস্ট ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

ভিডিও কনফারেন্সে ৯ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

sheikh hasinaশেয়ারবাজার রিপোর্ট: পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে শেখ রাসেল সেতুসহ ছয় জেলায় নয়টি সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুগুলোর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সড়কে কুশিয়ারা নদীর ওপর চন্দরপুর সেতু, মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে আড়িয়াল খাঁ নদীর ওপর আচমত আলী খান বাংলাদেশ-চীন মৈত্রী সেতুসহ তিনটি সেতু, পটুয়াখালী-কুয়াকাটা সড়কে শেখ রাসেল সেতু, কক্সবাজারের চকরিয়া-মহেশখালী মহাসড়কে বাটাখালী সেতু, সুনামগঞ্জের সুরমা নদীর ওপর আবদুজ জহুর সেতু এবং গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কে করতোয়া নদীর ওপর বড়দহ সেতু উদ্বোধন করেন।

সেতু উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের যোগাযোগব্যবস্থাকে উন্নত করতে সাধ্যমতো কাজ করে যাচ্ছে। আর নতুন নতুন সেতু ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের পর্যটনশিল্পের বিকাশ ঘটবে।’

এ সময় দেশের আর্থসামাজিক উন্নয়নে যোগাযোগব্যবস্থার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বাগেরহাটের রামপালে নতুন বিমানবন্দর হচ্ছে, যা এরই মধ্যে একনেকে পাস হয়েছে।

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.