আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ অগাস্ট ২০১৫, রবিবার |

kidarkar

১০ দিনের জন্য মেয়র হলেন শহীদুল্লাহ

bccশেয়ারবাজার রিপোর্ট: দশ দিনের জন্য বরিশাল সিটি কপোরেশনের (বিসিসি) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছেন প্যানেল মেয়র-১ কেএম শহীদুল্লাহ। মেয়র মো.আ হসান হাবিব কামাল চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ায় তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

রোববার তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন বিসিসির প্রশাসনিক কর্মকর্তা আসমা বেগম রুমি।

এ সময় উপস্থিত ছিলেন- সিটি করপোরেশনের ১৬ নম্বার ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র-২ মোশারেফ আলী খান বাদশা, প্যানেল মেয়র-৩ তাসলিমা কালাম পলি এবং বিসিসি সচিব মো. আনোয়ার হেসেন।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের নিবার্হী কর্মকর্তা রনজিত কুমার জানান, ‘মেয়র চিকিৎসার জন্য দশ দিনের ছুটি নিয়ে শনিবার থাইল্যান্ডে গেছেন। এ কারণে বিধি অনুযায়ী প্যানেল মেয়র-১ কেএম শহীদুল্লাহকে আনুষ্ঠানিভাবে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে।’

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.