আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ অগাস্ট ২০১৫, সোমবার |

kidarkar

মেয়েদের ছোট পোশাক নিষিদ্ধ!

nশেয়ারবাজার ডেস্ক: মেয়েদের ছোট পোশাক নিষিদ্ধ, এমন কথা শুনলে প্রথমে অনেকেই বিশ্বাস করবেন না। কারণ যেখানকার মেয়েরা ঘরে-বাইরে ছোট পোশাক পরেন, সেখানে নাকি মেয়েদের ছোট পোশাক নিষিদ্ধ হচ্ছে!

সংবাদ মাধ্যমের এমন একটি খবর সকলকে হতবাক করেছে। খবরটি হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্যস্ত এলাকা টাইম স্কয়ারসহ আরও বেশ কিছু এলাকায় মেয়েদের ছোট পোশাক নিষিদ্ধ করা হয়েছে। এটি করেছেন ওই এলাকার মেয়র। কারণ এ ধরনের পোশাক পরিহিত নারীদের ওপর ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছেন মেয়র ডি ব্লাজিও। নানা মহলের দীর্ঘদিনের আপত্তির মুখে ওই নারীদের তৎপরতা বন্ধে উপায় বের করার চিন্তা মাথায় এনেছেন মেয়র ব্লাজিও। আর তাই আইন প্রয়োগ করার কথা বলেছেন মেয়র ব্লাজিও।

সংবাদ মাধ্যমে আরও বলা হয়েছে, টাইম স্কয়ারে প্রায়ই জেগে থাকা একদল প্রায় বিবস্ত্র নারী শরীরে নানা আঁকিবুঁকি নিয়ে নানা রংঢঙে আগত পর্যটকদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। পর্যটকদের সঙ্গে ছবি তোলার বিনিময়ে তাঁরা মোটা অংকের বকশিশ নিয়ে থাকেন। নিউ ইয়র্কে অর্ধনগ্ন হয়ে শরীরে চিত্র আঁকা বা তা প্রদর্শন বেআইনি নয়। তাই নানা মহল আপত্তির পরও কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছিল না।

এমন পরিস্থিতিতে সম্প্রতি নিউ ইয়র্কের মেয়র ডি ব্লাজিও বলেছেন, টাইম স্কয়ারে এসব নারী তাদের নাগরিক অধিকারের চেয়ে একটু বেশি কিছু করছেন। শরীরে আঁকা ছবি দেখিয়ে তারা এভাবে উপার্জনে নেমেছেন। তাদের এহেন তৎপরতা বন্ধের উপায় খোঁজা হচ্ছে। তিনি বলেছেন, এটি নিয়ন্ত্রণে ব্যবসা-সংক্রান্ত আইন প্রয়োগ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থাৎ ছোট পোশাক পরা নিষিদ্ধ হতে যাচ্ছে।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.