আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ অগাস্ট ২০১৫, মঙ্গলবার |

kidarkar

পতন ঠেকাতে সুদহার কমালো চীনের কেন্দ্রিয় ব্যাংক

shanghai_compositeশেয়ারবাজার রিপোর্ট: চীনের পুঁজিবাজারে পতনের মুখে সুদহার কমালো দেশটির কেন্দ্রিয় ব্যাংক। পতনের দুইদিন পর চীনের কেন্দ্রিয় ব্যাংক ‘দ্যা পিপলস ব্যাংক অফ চায়না’ তার মূল সুদহার ৪.৬০ শতাংশ থেকে ০.২৫ শতাংশ কমিয়েছে। সূত্র: বিবিসি নিউজ।

সূত্র বলছে, গত নভেম্বর থেকে পঞ্চম বারের মত ব্যাংকটি তার সুদহার কমালো। নতুন করে নির্ধারিত সুদহার বুধবার থেকে কার্যকর হবে। এর আগে একই ধরনের সিদ্ধান্তে ইউরোপিয় শেয়ার বাজারকে চাঙ্গা করে। যার প্রভাবে লন্ডনের  ‘দ্যা এফটিএসই ১০০’ সূচক প্রায় ৩.৩০ শতাংশ বৃদ্ধি পায়। এর পরপরই চীন এ সিদ্ধান্ত নিল।

‘দ্যা পিপলস ব্যাংক অফ চায়না’ বলছে, দেশের সার্বিক অর্থনীতির টেকসই উন্নয়নের স্বার্থে এই স্কিম প্রদান করা হচ্ছে। এ পদক্ষেপ বাজারে তারল্য সরবরাহ বৃদ্ধিতে সহায়ক হবে। এর পাশাপাশি কর্তনকৃত টাকা সঞ্চিতি হিসেবে রাখতে হবে যা পরবর্তীতে ব্যাংকের ঋণ প্রদানের ক্ষমতা বাড়াবে।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.