আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ অগাস্ট ২০১৫, বুধবার |

kidarkar

জমি দখল করছে সরকারের লোকেরা

arsadশেয়ারবাজার  রিপোর্ট: সরকারের লোকেরাই হিন্দুদের জমি দখল করছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে  বরগুনা জেলার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

এরশাদ বলেন, ‘হিন্দুরা ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। তাদের জমি এখন দখল করা হচ্ছে। নালিশ করবেন কার কাছে? সবাই তো সরকারের পক্ষের লোক।’

আগামী নির্বাচন কবে হবে, তা জানেন না উল্লেখ করে এরশাদ বলেন, ‘নির্বাচন কবে হবে জানি না।’ এ সময় পাশে থাকা জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলে উঠেন, ‘২০১৯ সালে।’ তখন এরশাদ বলেন’ ‘মনে হয় ২০১৯ সালেই হবে।’

তিনি  বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনে বিশ্বাসী। আগামী নির্বাচনে ন্যূনতম ১৫১ আসনে জয়লাভ করে আমাদের দল সরকার গঠন করবে।’

তিনি আরও বলেন, ‘খবরের কাগজে এখন সবকিছু লেখা যায় না। মানুষ টিভিতে সবকিছু দেখতে পারে না। অনেক টিভি বন্ধ করা হয়েছে। সেগুলো এখনো খুলে দেওয়া হয়নি। জনগণের জবান বন্ধ করা হচ্ছে। যাতে তারা কথা বলতে না পারে।’

শেয়ারবাজারনিউজ

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.