আজ: মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ইং, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ অগাস্ট ২০১৫, রবিবার |

kidarkar

৫৯ কোম্পানির শেয়ার নিয়ে দুশ্চিন্তা

DSEশেয়ারবাজার রিপোর্ট: বর্তমান বাজারে মন্দাভাব বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় ৫৯ কোম্পানির শেয়ার দর ক্রমাগত কমছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বিনিয়োগকারীরা। অথচ এ সকল কোম্পানির শেয়ার দর কমলেও ডিএসই নিশ্চুপ ভূমিকা পালন করছে। অন্যদিকে মন্দা বাজারে টানা ৩-৪ কার্যদিবস কোম্পানিগুলোর শেয়ারের দর বাড়লে নোটিশ জারি করে থাকে। প্রতিনিয়ত শেয়ারের দর কমা সত্ত্বেও ডিএসইর পক্ষ থেকে কোন প্রকার নোটিশ দেয়া হয় না।

 

ক্রমাগত শেয়ার দর কমতে থাকা কোম্পানিগুলো হলো:

প্রকৌশল খাতের: আফতাব অটোস, এপোলো ইস্পাত, বিডি থাই, বিএসআরএম স্টিল, গোল্ডেন সন, অলিম্পিক এক্সেসরিজ, আরএসআরএম স্টিল, সিঙ্গার বিডি এবং ওয়েস্টার্ণ মেরিন শিপিয়ার্ড লিমিটেড।

ব্যাংক খাতের: এবি ব্যাংকের, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং প্রাইম ব্যাংক লিমিটেড।

বস্ত্র খাতের: অলটেক্স, সি অ্যান্ড এ টেক্সটাইল, ডেল্টা স্পিনার্স, ফ্যামিলি টেক্স, প্যারামাউন্ড টেক্সটাইল এবং সায়হাম টেক্সটাইল লিমিটেড।

ওষুধ ও রসায়ন খাতের: এসিআই ফরমুলেসন্স, একটিভ ফাইন, গ্লোবাল হেবী কেমিক্যাল এবং রেকিট বেনকিজার বিডি লিমিটেড।

বীমা খাতের: সিটি জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইর্স্টার্ণ ইন্স্যুরেন্স এবং নর্দার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সিমেন্ট খাতের: আরামিট, কনফিডেন্স, হাইডেলবার্গ, লাফার্জ সুরমা, মেঘনা এবং এম আই সিমেন্ট লিমিটেড।

জ্বলানী ও বিদুৎ খতের: ডেসকো, যমুনা অয়েল, লিন্ডে বিডি, ইউনাইটেড পাওয়ার এবং মেঘনা প্রেট্রোলিয়াম লিমিটেড।

আর্থিক খাতের: বে লিজিং, ফাস ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল এবং উত্তরা ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।

খাদ্য ও আনুসাঙ্গিক খাতের: ফু-ওয়াং ফুডস এবং গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

কাগজ ও মুদ্রণ খাতের:  হাক্কানী পাল্প এবং খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।

সিরামিক খতের: ফু-ওয়াং, আরএকে এবং শাইনপুকুর সিরামিক লিমিটেড।

মিউচ্যুয়াল ফান্ড খাতের: এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড।

বিবিধ খাতের: বাংলাদেশ এক্সপোর্ট ইনপোর্ট কোম্পানি লিমিটেড।

 

আইটি খাতের: আমরা টেকনোলজি এবং অগ্নি সিস্টেমস লিমিটেড।

ভ্রমণ ও অবকাশ খাতের: দি পেনিনসুলা চিটাগাং লিমিটেড।

চামড়া খাতের: বাটা সু লিমিটেড।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.