আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার |

kidarkar

সাড়ে ১১ কোটি টাকার শেয়ার বিক্রি করবে ৭ পরিচালক

sellশেয়ারবাজার রিপোর্ট: শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির ৭ জন উদ্যোক্তা ও পরিচালক। শেষ ৫ কার্যদিবসে (২৮ আগস্ট-৩ সেপ্টেম্বর) ৬৬ লাখ ১১ হাজার ৯৫৫টি শেয়ার বর্তমান বাজার মুল্যে ১১ কোটি ৫৫ লাখ ১৩ হাজার ৫৯০ টাকায় বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।

কোম্পানিগুলো হলো, প্রাইম ব্যাংক, ফেডারেল ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক, আল-আরাফা ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাইম ব্যাংক: ব্যাংকটির উদ্যোক্তা মুসলিমা শিরিনের হাতে নিজ প্রতিষ্ঠানের মোট ২৫ লাখ ৮৭ হাজার ৭৪৯টি শেয়ার রয়েছে। আর এ শেয়ার পরিবারের মালিকানাধীন এম/এস মওসনস লিমিটেড কোম্পানির কাছে বিক্রি করতে চান তিনি। আজকের শেয়ারমূল্য অনুযায়ী যার মোট মূল্য দাঁড়ায় ৫ কোটি ২ লাখ ২ হাজার ৩৩০ টাকা।

 

এনসিসি ব্যাংক: ব্যাংকটির উদ্যোক্তা মুস্তাফিজুর রহমানের হাতে নিজ প্রতিষ্ঠানের মোট ৫৯ লাখ ২৮ হাজার ৯৯৮টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে ৫ লাখ শেয়ার বিক্রি করবেন তিনি। আজকের শেয়ারমূল্য অনুযায়ী যার মোট মূল্য দাঁড়ায় ৪৬ লাখ টাকা।

ও পরিচালক আসলাম-উল-করিম নিজ প্রতিষ্ঠানের ১ লাখ শেয়ার বিক্রি করবেন তিনি। আজকের শেয়ারমূল্য অনুযায়ী যার মোট মূল্য দাঁড়ায় ৯ লাখ ২০ হাজার টাকা।

ফেডারেল ইন্স্যুরেন্স:  বীমা খাতের এ কোম্পানির উদ্যোক্তা মোহাম্মদ আব্দুস সেলিম নিজ প্রতিষ্ঠানের ২ লাখ শেয়ার বিক্রি করবেন। আজকের শেয়ারমূল্য অনুযায়ী যার মোট মূল্য দাঁড়ায় ২২ লাখ ৬০ হাজার টাকা।

এবং পরিচালক ইমতিয়াজ আহম্মেদ আসিফ নিজ প্রতিষ্ঠানের ৮ লাখ শেয়ার বিক্রি করবেন তিনি। আজকের শেয়ারমূল্য অনুযায়ী যার মোট মূল্য দাঁড়ায় ৯০ লাখ ৪০ হাজার টাকা।

আল-আরাফা ইসলামী ব্যাংক: ব্যাংকটির উদ্যোক্তা মো: ইউসুফ নিজ প্রতিষ্ঠানের ৮ লাখ শেয়ার বিক্রি করবেন। আজকের শেয়ারমূল্য অনুযায়ী যার মোট মূল্য দাঁড়ায় ১ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা।

ন্যাশনাল ফিড: কোম্পানিটির উদ্যোক্তা আকতার হোসেন বাবুল নিজ প্রতিষ্ঠানের ১৬ লাখ ২৪ হাজার ২০৬টি শেয়ার ক্রয় করবেন তিনি। আজকের শেয়ারমূল্য অনুযায়ী যার মোট মূল্য দাঁড়ায় ৩ কোটি ৮৩ লাখ ৩১ হাজার ২৬০ টাকা।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার বিক্রি শেষ করবেন বলে জানিয়েছেন পরিচালকরা।

উল্লেখ্য, উদ্যোক্তা ও পরিচালকের ধারণকৃত শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়।

শেয়ারবাজারনিউজ/মু

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.