আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার |

kidarkar

প্রায় ১৪ কোটি টাকার শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে ১১ পরিচালক

dse-cseশেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির ১১জন উদ্যোক্তা ও পরিচালক পূর্ব ঘোষণা অনুয়ায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। শেষ ৫ কার্যদিবসে (২৮ আগস্ট-৩ সেপ্টেম্বর) ৭৮ লাখ ৫৪ হাজার ৭৪০টি শেয়ার বর্তমান বাজার মুল্যে ১৩ কোটি ৮৭ লাখ ৯৬ হাজার ১১৫ টাকায় বিক্রি সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: সোনারবাংলা ইন্স্যুরেন্স, গ্রীণ ডেল্টা, এমটিবি, স্ট্যান্ডার্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক এবং ন্যাশনাল ফিড মিলস লিমিটেড।

সোনারবাংলা ইন্স্যুরেন্স: বীমা খাতের এ কোম্পানির উদ্যোক্তা/পরিচালক কাজী কাশেম হাসান নিজ প্রতিষ্ঠানের মোট ৬০ হাজার ১৪৬টি শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার শেয়ারমূল্য অনুযায়ী যার মোট মূল্য দাঁড়ায় ১০ লাখ ২৮ হাজার ৪৯৬ টাকা।

গ্রীণ ডেল্টা: বীমা খাতের এ কোম্পানির উদ্যোক্তা সৈয়দ বজলুর রহমানের নিজ প্রতিষ্ঠানের মোট ৬০ হাজার শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। আজকের শেয়ারমূল্য অনুযায়ী যার মোট মূল্য দাঁড়ায় ৩১ লাখ ২০ হাজার টাকা।

এমটিবি: ব্যাংক খাতের এ কোম্পানির উদ্যোক্তা ওয়ালিউর রহমানের নিজ প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৬০ হাজার শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। আজকের শেয়ারমূল্য অনুযায়ী যার মোট মূল্য দাঁড়ায় ২৬ লাখ ৪০ হাজার টাকা।

স্ট্যান্ডার্ড ব্যাংক: ব্যাংক খাতের এ কোম্পানির উদ্যোক্তা হারুনুর রশিদ নিজ প্রতিষ্ঠানের মোট ১৬ লাখ ৯৬ হাজার শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। আজকের শেয়ারমূল্য অনুযায়ী যার মোট মূল্য দাঁড়ায় ১ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৮০০টাকা।

প্রাইম ব্যাংক: ব্যাংক খাতের এ কোম্পানির উদ্যোক্তা মুসলিমা শিরিন নিজ প্রতিষ্ঠানের মোট ৪৫ লাখ শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে। আজকের শেয়ারমূল্য অনুযায়ী যার মোট মূল্য দাঁড়ায় ৮ কোটি ৭৩ লাখ টাকা।

এনসিসি ব্যাংক: ব্যাংকটির উদ্যোক্তা ও পরিচালক আসলাম-উল-করিমের হাতে নিজ প্রতিষ্ঠানের মোট ২ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। আজকের শেয়ারমূল্য অনুযায়ী যার মোট মূল্য দাঁড়ায় ২৩ লাখ টাকা। এবং

ন্যাশনাল ফিড মিলস: এ কোম্পানির উদ্যোক্তা ন্যাশনাল ফিডের ৫ উদ্যোক্তা রেজাউল করিম, লিপি সুলতানা, ফরিদা জাহান, ইমতিয়াজ আলি এবং আদিব হোসাইন বাবুলের হাতে নিজ প্রতিষ্ঠানের যথাক্রমে ১ লাখ ৪৪ হাজার, ১ লাখ ৪৪ হাজার, ৩ লাখ ১৪ হাজার ৭৫৪টি, ১ লাখ ৮৬ হাজার এবং ৩ লাখ ৩৯ হাজার ৮৪০টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। আজকের শেয়ারমূল্য অনুযায়ী যার মোট মূল্য দাঁড়ায় যথাক্রমে ২ কোটি ৬৬ লাখ ৩৪ হাজার ৮১৮টাকা।

তারা বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন।

 

শেয়ারবাজারনিউজ/মু

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.