আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ সেপ্টেম্বর ২০১৫, রবিবার |

kidarkar

ইউনিটহোল্ডারদের সভা আহ্ববান করেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ড

mfশেয়ারবাজার ডেস্ক: ইউনিটহোল্ডারদের সভা আহ্বান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি পরিষদ। আগামী ১৭ সেপ্টেম্বর এ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মেয়াদ বাড়াতে ইউনিটহোল্ডারদের মতামত নেওয়ার জন্য এ সভা আহ্বান করেছে ফান্ডটি। আর এ সভা ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় রাজধানীর বিজয়নগরে অবস্থিত হোটেল-৭১ এ (৯ম তলার আমরা কানন বেনকিউট হল)  অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৪ মার্চ ফান্ডের ৭ বছর মেয়াদ শেষ হবে এবং ২০১৬ সালের ১৫ মার্চ থেকে ফান্ডটি বিলুপ্ত হবে এবং ওই দিন থেকে ফান্ডটির লেনদেন বন্ধ হয়ে যাবে। তবে ইউনিটহোল্ডারদের অনুষ্ঠিত সভায় কমপক্ষে তিন-চতুর্থাংশ ইউনিটহোল্ডার ফান্ডের মেয়াদ বাড়ানোর বিষয়ে মতামত দিলে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনসাপেক্ষে আরও ৩ বছর ফান্ডের মেয়াদ বাড়ানো যাবে। আর এ লক্ষ্যেই আগামী ১৭ সেপ্টেম্বর ফান্ডের ইউনিটহোল্ডারদের সভা আহ্বান করেছে।

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.