আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ সেপ্টেম্বর ২০১৫, সোমবার |

kidarkar

পে স্কেল অনুমোদন: প্রথমবারের মতো চালু হলো নববর্ষ ভাতা

govশেয়ারবাজার রিপোর্ট: নতুন বেতন কাঠামোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ কাঠামোয় আওতায় আগের মতো ২০টি গ্রেড থাকছে। আর এ কাঠামোতে প্রথমবারের মতো চালু হলো নববর্ষ ভাতা।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভায় সর্বোচ্চ বেতন (গ্রেড-১) ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন (গ্রেড-২০) আট হাজার ২৫০ টাকা নির্ধারণ করে এই বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়।  বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

তিনি  জানান, নতুন বেতন কাঠামোয় মূল বেতনের শতকরা ২০ ভাগ নববর্ষ ভাতা দেওয়ার ব্যবস্থা থাকছে। ‘আগে সব সরকারি চাকরিজীবী এ ধরনের ভাতা পেতেন না। তাই এবার নববর্ষ ভাতা সবার জন্য চালু করা হচ্ছে।’

এ ছাড়া টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও শ্রেণী প্রথা বাতিল করা হয়েছে নতুন বেতন কাঠামোয়। গত ১ জুলাই থেকে মূল বেতন এবং আগামী বছরের জুলাই থেকে ভাতা কার্যকর হবে বলেও জানান সচিব।

এর আগে বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলের প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা।

নতুন বেতন কাঠামো দেখতে এখানে ক্লিক করুন:

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.