আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ সেপ্টেম্বর ২০১৫, সোমবার |

kidarkar

দাম কমালো টেলিটক

teletalkশেয়ারবাজার ডেস্ক: বর্তমান সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে এবং সাধারণ মানুষের কাছে ইন্টারনেটের ব্যবহার সহজ ও সুলভ করার জন্য রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক আবারো তাদের ফ্ল্যাশ ব্র্যান্ডেড ডিভাইস মডেম, মাই-ফাই এবং পকেট রাউডারের দাম কমাল।

> মডেমের মূল্য ১ হাজার ৬০০ টাকা থেকে হ্রাস করে ১ হাজার ৩৯০ টাকা,

> মাই-ফাই রাউডারের মূল্য ৩ হাজার ৬০০ টাকা থেকে ২ হাজার ৭০০ টাকা

> পকেট রাউডারের মূল্য ৪ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার ৪৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গ্রাহক ১ হাজার ৩৯০ টাকা মূল্যে ডঙ্গল কিনলে পাচ্ছেন ১টি ফ্রি ডাটা সিম এবং ১ এমবিপিএস স্পিডের ২ জিবি ফ্রি ডাটা, ২ হাজার ৭০০ টাকার মাই-ফাই রাউডারের সঙ্গে থাকছে ১টি ফ্রি ডাটা সিম, ১ এমবিপিএস স্পিডের ১০ জিবি ফ্রি ডাটা এবং ৩ হাজার ৪৯০ টাকার পকেট রাউডারের সঙ্গে থাকছে ১টি ফ্রি ডাটা সিম এবং ১ এমবিপিএস স্পিডের ১০ জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা ব্যবহারের মেয়াদ ৩০ দিন।

উল্লেখ্য হ্রাসকৃত মূল্যের ফ্ল্যাশ ব্র্যান্ডেড ডিভাইসগুলো টেলিটকের সব কাস্টমার কেয়ার এবং রিটেইলশপগুলোতে পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি।

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.