আজ: বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ইং, ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ জানুয়ারী ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

সংসদের বাইরে কোনো গণতন্ত্র নেই

arsad...শেয়ারবাজার রিপোর্ট: সংসদের বাইরে কোনো গণতন্ত্র নেই। বাইরে শুধু সন্ত্রাসতন্ত্র আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বিকেলে জাপা ঢাকা মহানগর আয়োজিত প্রতীকী গণঅনশন শেষে এ মন্তব্য করেন তিনি।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘শেরেবাংলা নগর ও সংসদের বাইরে কোনো গণতন্ত্র নেই। বাইরে আছে শুধু সন্ত্রাসতন্ত্র। দেশের মানুষ আজ জাতীয় পার্টির নেতৃত্বে সন্ত্রাসতন্ত্রের প্রতিবাদ করছে।’

এরশাদ বলেন, দুই নেত্রীকে না বলুন। দেশে আগুন জ্বলছে। আমরা ওই আগুন নেভাব। আমরা মানুষের মুখে হাসি দেখতে চাই। দেশে শান্তি দেখতে চাই।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে জাপা চেয়ারম্যান বলেন, ‘টেলিভিশনে একজন সন্তানহারা মায়ের কান্না দেখেছি। তার কারণে অনেক মা কান্না করছে যা আমরা টিভি পর্দায় দেখছি না। মা হারার বেদনা তিনি হয়তো আজ উপলব্ধি করতে পেরেছেন। আশা করি অন্যের কান্নাও অনুভব করবেন তিনি।’

‘কয়েক দিন পরে দেখবেন এক মসজিদে নামাজ পড়াও দুরূহ হয়ে পড়েছে’ মন্তব্য করে এরশাদ বলেন, ‘আজ দেশ থেকে রাজনৈতিক সহনশীলতা, শ্রদ্ধাবোধ ও সামাজিক শিষ্টাচার উঠে গেছে। ক্ষমতার জন্য সামাজিক শিষ্টাচারও আমরা ভুলে গেছি।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ আজ শান্তিতে নেই। সবাই শান্তি চায়। দেশে সহিংসতা বাড়ছে। মৃত্যুর মিছিল বেড়েই চলছে। মানুষের কান্নার শেষ নেই। সবাই এর সমাপ্তি চায়।’

নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘তোমরা জেগে ওঠো। সহিংসতার বিরুদ্ধে তোমরা জেগে ওঠো। সত্যিকার গণতন্ত্র চাইলে তোমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও।

এর আগে সকাল ১১টার দিকে অনশন শুরু করেন এরশাদ। বিকেল ৪টায় এরশাদের মুখে পানি দিয়ে অনশন ভাঙান জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.