আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার |

kidarkar

২৬ কোটি টাকার শেয়ার বেচবেন ৪ উদ্যোক্তা

DSEশেয়ারবাজার ডেস্ক: শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির ৪ জন উদ্যোক্তা ও পরিচালক। শেষ ৫ কার্যদিবসে (৬ আগস্ট-১০ সেপ্টেম্বর) এ উদ্যোক্তারা মোট ১ কোটি ৭২ লাখ ৭৪ হাজার ৬৭৬ টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বর্তমান বাজার দরে যার মূল্য প্রায় ২৬ কোটি ৭৮ লাখ ৪২ হাজার ১৫৮ টাকা।

কোম্পানিগুলো হলো শাহজালাল ইসলামি ব্যাংক, ফেডারেল ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং পাইয়োনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শাহজালাল ইসলামি ব্যাংক: ব্যাংকটির উদ্যোক্তা আলহাজ্জ্ব নাসিরউদ্দিন নিজের হাতে থাকা মোট ১ কোটি ৪০ লাখ ৬৯ হাজার ৬৭৬ টি শেয়ার রয়েছে। বর্তমান বাজার দর অনুযায়ি এ কোম্পানির শেয়ার দর ১৩.৪০ টাকা। সে হিসেবে শেয়ারের মোট মূল্য দাড়ায় প্রায় ১৮ কোটি ৮৫ লাখ ৩৩ হাজার ৬৫৮ টাকা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড: ব্যাংকটির উদ্যোক্তা প্রতিষ্ঠান দুবাই ইসলামি ব্যাংক আবারও ইসলামি ব্যাংকের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। বর্তমান বাজারদর অনুযায়ি ইসলামি ব্যাংকের শেয়ারদর ২৬.০০ টাকা। অর্থাৎ টাকার হিসেবে প্রায় ৭ কোটি ৫৪ হাজার টাকার শেয়ার বিক্রি করতে যাচ্ছে দুবাই ইসলামি ব্যাংক।

ফেডারেল ইন্স্যুরেন্স:  বীমা খাতের এ কোম্পানির উদ্যোক্তা সাবিরুল হক নিজ প্রতিষ্ঠানের ২ লাখ ৮৫ হাজার শেয়ার বিক্রি করবেন। বর্তমান বাজারদর অনুযায়ি কোম্পানির শেয়ার দর ১১.৩০ টাকা। অর্থাৎ বাজারদর অনুযায়ি শেয়ারের মোট মূল্য দাঁড়ায় প্রায় ৩২ লাখ ২০ হাজার ৫০০ টাকা।

পাইয়োনিয়র ইন্স্যুরেন্স: বীমা কোম্পানির উদ্যোক্তা মো: নাসিরুল্লাহ নিজের হাতে থাকা মোট ৩ লাখ ৮২ হাজার ১২৮ টি শেয়ারের মধ্যে ২০ হাজার শেয়ার বিক্রি করবেন। বর্তমান বাজারদর অনুযায়ি কোম্পানির শেয়ারের মূল্য ৩৪.৪০ টাকা। অর্থাৎ মোট ৬৮ হাজার ৮০০ টাকার শেয়ার বিক্রি করবেন এ উদ্যোক্তা।

শেয়ারবাজারনিউজ/মু/অ

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.