আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ জানুয়ারী ২০১৫, শনিবার |

kidarkar

সপ্তাহজুড়ে ‘বি’ ক্যাটাগরির দাপট

imagesঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সার্বিক বাজার মূলধনের পরিমাণ বেড়েছে ‘বি’ ক্যাটাগরির শেয়ার লেনদেন। অপেক্ষাকৃত কম মৌলভিত্তি কোম্পানির শেয়ার হিসেবে ‘বি’ ক্যাটাগরিকে বিবেচনা করা হয়। অপেক্ষাকৃত কম মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির শেয়ারের লেনদেন বৃদ্ধি পাওয়াকে স্বাভাবিক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত অপেক্ষাকৃত কম মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি অর্থাৎ ‘বি’ ক্যাটাগরির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।তাই গত সপ্তহে অন্যান্য ক্যাটাগরির লেনদেন কমলেও ‘বি’ ক্যাটাগরির লেনদেন তার আগের সপ্তাহের তুলনায় ১.৮৫৮ গুন বা১৮.৫৮৬ শতাংশ বেড়েছে। এক্ষেত্রে টার্নওভার বেড়েছে ৮ কোটি ৭১ লাখ ৩৫ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য বেরিয়ে এসেছে।

সূত্র মতে, গত সপ্তাহে ‘বি’ ক্যাটাগরির লেনদেনের পরিমান দাঁরিয়েছে ৫৫ কোটি ৫৯ লাখ ৫৩ হাজার টাকা। তার আগের সপ্তাহে ছিল ৪৬ কোটি ৮৮ লাখ ১৮ হাজার টাকা।
এদিকে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে পরিমান লেনদেন হয়েছে তার ৫.১২ শতাংশ অবদান রেখেছে ‘বি’ ক্যাটাগরি ।

এক্ষেত্রে ডিএসইতে গত সাপ্তাহিক লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ১ হাজার ৮৫ কোটি ২২ লাখ ৫৩ হাজার ৩১৬ টাকা। তার আগের সপ্তাহে যার পরিমান ছিল ১ হাজার ২৮৮ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ১৭১ টাকা। অর্থাৎ গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমান কমেছে ১৫.৭৯ শতাংশ বা ২০৩ কোটি ৫৩ লাখ ৩৩ হাজার ৮৫৫ টাকা।
উল্লেখ্য, ‘বি’ ক্যাটাগরিতে বর্তমানে ১৬ টি কোম্পানি রয়েছে। এর মধ্যে দেশ গার্মেন্টস, মুন্নু সিরামিক, আনোয়ার গ্যালভানাইজিং এবং এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের  গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ।

শেয়ারবাজার/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.