আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ সেপ্টেম্বর ২০১৫, রবিবার |

kidarkar

অর্থ আত্মসাৎ করে পরিচালকরা লাপাত্তা: সময় বাড়ালো বিএসইসি

shylhetশেয়ারবাজার রিপোর্ট: গ্রাহকদের শেয়ার ও অর্থ আত্মসাত করে সিলেট মেট্রো সিটি সিকিউরিটিজ হাউজের পরিচালকরা লাপাত্তা হয়েছেন বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ২৫ নং ট্রেক হোল্ডার এই হাউজটির বিভিন্ন ব্রাঞ্চের ম্যানেজাররা অর্থ ফেরত নিতে হন্ন হয়ে ঘুরছেন। কিন্তু একাধিক পরিচালকের বিদেশে অবস্থান ও অন্যান্য পরিচালকদের টালবাহানায় গ্রাহকদের অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ হাউজের পরিচালকরা অর্থ ফেরত না দিয়ে গা ঢাকা দিবেন এমন আশঙ্কা করছেন পাওনাদাররা।

উল্লেখ্য, ছবিতে যিনি রয়েছেন তার নাম ফারুক আহমেদ মিসবাহ। তিনি হাউজটির পরিচালক হিসেবে রিপ্রেজেন্ট করছেন।

এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অর্থ ফেরত দেয়ার সময় পুনরায় বাড়িয়েছে। আগামী ৯ অক্টোবরের মধ্যে গ্রাহকদের পাওনা পরিশোধ করে বিএসইসিকে অবহিত করতে হাউজটিকে নির্দেশ দিয়েছে কমিশন। রোববার ১৩ সেপ্টেম্বর কমিশন এ সিদ্ধান্ত নেয়। আগামীকাল ১৪ সেপ্টেম্বর সিএসই,  সিডিবিএল ও সিলেট মেট্রো সিটি বরাবর নির্দেশনার চিঠিটি পাঠানো হবে বলে কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্রে জানিয়েছে।

এর আগে গত ২৫ মার্চ কমিশনের ৫৪০তম সভায় সিলেট মেট্রো সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকগণের সিকিউরিটিজ ও অর্থের দাবি নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়। সে নির্দেশনায় বলা হয়েছিল, গ্রাহকদের শেয়ার ও অর্থ আত্মসাতের বিষয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) দেয়া প্রতিবেদন অনুযায়ী,  সিলেট মেট্রো তার গ্রাহকদের শেয়ার ও অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়েছে। তাই সার্বিক দিক বিবেচনা করে গ্রাহকদের দাবিসমূহ ৩০ জুন ২০১৫ তারিখের মধ্যে নিষ্পত্তির জন্য নির্দেশ দেয়া হয়েছে। আর এ বিষয়টি তদারকি করার জন্য সিএসই ও সেন্টাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) নির্দেশ প্রদান করা হয়েছে।

কিন্তু ৩০ জুনের মধ্যে গ্রাহকদের পাওনা পরিশোধ না করায় পুনরায় সময় বাড়িয়েছে বিএসইসি। এক্ষেত্রে আগামী ৯ অক্টোবর পর্যন্ত ডেডলাইন বেঁধে দেয়া হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে সিলেট মেট্রো সিটি সিকিউরিটিজ হাউজের পরিচালক ফারুক আহমেদ মেসবাহ’র সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি কোনো কথা বলেননি।

এদিকে সিলেট জিন্দাবাজার ব্রাঞ্চের ম্যানেজার মো: আব্দুল মালেক শেয়ারবাজারনিউজ ডটকমকে জানান, অর্থ ফেরত পেতে আমরা হাউজের পরিচালকদের সাথে যোগাযোগ করছি। কিন্তু কোনো সাড়া পাচ্ছি না। কেউ বিদেশে অবস্থান করছে,   কাউকে ফোনে পাওনা যাচ্ছে না। আবার কেউ বার বার সময় বাড়িয়ে চলছে। কিন্তু কোনো সুরাহা হচ্ছে না।

উল্লেখ্য, এর আগে সিলেট মেট্রো সিটি কর্তৃক তার গ্রাহকদের প্রাপ্যতা অনুযায়ী অনতিবিলম্বে নিশ্চিত করার জন্য সিএসইকে গত বছরের ২ নভেম্বর নির্দেশ প্রদান করে বিএসইসি। আর ৩০ নভেম্বর ২০১৪ ও ২৭ জানুয়ারি ২০১৫তে সিএসইর দাখিল করা প্রতিবেদনে দেখা যায়, গ্রাহকদের শেয়ার ও অর্থ কমিশনের নির্দেশ মোতাবেক ফেরত দিতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি।

শেয়ারবাজারনিউজ/ম.সা/তু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.