আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ সেপ্টেম্বর ২০১৫, সোমবার |

kidarkar

চট্টগ্রাম বন্দরের সঙ্গে সাইফ পাওয়ারটেকের চুক্তি

Saif powerশেয়ারবাজার ডেস্ক: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সাইফ পাওয়ারটেক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সঙ্গে ১৮ কোটি ৪৫ লাখ টাকার একটি চুক্তি করেছে। এ চুক্তির আওতায় কোম্পানিটি বন্দরের ৪টি ক্রেন মেরামত, রক্ষণাবেক্ষণ এবং একটি এক্সাভেটর সরবরাহ করবে।

এ চুক্তির আওতায় আগামী ৬ বছর বন্দরের চারটি কালমার ব্র্যান্ড রাবার টায়ার গ্যান্ট্রি (আরটিজি) ক্রেন মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে সাইফ পাওয়ারটেক। এজন্য বন্দর কর্তৃপক্ষ কোম্পানিটিকে ১৭ কোটি ২৮ লাখ টাকা দেবে ।

এছাড়া চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে একটি হাইড্রলিক এক্সাভেটর সরবরাহ করবে সাইফ পাওয়ারটেক। আর এজন্য কোম্পানিটি ১ কোটি ২৮ লাখ টাকা পাবে বলে জানানো হয়েছে।

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.