আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ সেপ্টেম্বর ২০১৫, সোমবার |

kidarkar

আলিফ ইউনিটেক্সের সঙ্গে একীভূত হচ্ছে সিএমসি কামাল

saif power - cmc kamalশেয়ারবাজার রিপোর্ট: আলিফ ইউনিটেক্স লিমিটেডের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিএমসি কামাল টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি আইন-১৯৯৪ এর ২২৮ ও ২২৯ সেকশন অনুযায়ী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অনুমোদনক্রমে কোম্পানি দুটি একীভূত হবে।  আর বর্তমানে কোম্পানি দুটি একই ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আওতায় পরিচালিত হচ্ছে।

কোম্পানি দুটি একীভূত হওয়ার ক্ষেত্রে আদালতের অনুমোদনক্রমে আলিফ ইউনিটেক্সের জমি, বিল্ডিং, স্থানান্তরযোগ্য, অ-স্থানান্তরযোগ্য, প্যাটার্ন, সুনাম, লাইসেন্স, দায়, বাধ্যবাধকতা, দাবি অর্থাৎ স্থাবর অস্থাবর সব ধরনের সম্পত্তি ও দায়দেনা কামাল টেক্সটাইল মিলসের অনুকূলে স্থানান্তরিত হবে।

জানা যায়, একীভূত হওয়ার লক্ষ্যে ১০ টাকা অভিহিত মূল্যে সিএমসি কামালের ৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার সাধারণ শেয়ার আলিফ ইউনিটেক্সের শেযার হোল্ডারদের অনুকূলে ইস্যু করা হবে। এর ফলে কোম্পানি দুটির শেয়ারের বিনিময় হার হবে ৮.৪৫ :১। অর্থাৎ আলিফ ইউনিটেক্সের ৮.৪৫টি শেয়ারের বিপরীতে শেযারহোল্ডাররা সিএমসি কামালের ১টি শেয়ার পাবেন।

বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনক্রমে শেয়ার ইস্যু ও বিনিময়ের এ হার কার্যকর হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.