আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ সেপ্টেম্বর ২০১৫, সোমবার |

kidarkar

টানা উত্থানে বাজার

indexশেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে উভয় শেয়ারবাজারে সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয় লেনদেন। এর ফলে টানা ৩য় দিনের মতো উত্থানে বিরাজ করছে বাজার। এদিন শুরু থেকেই উত্থানে বিরাজ করে সূচক। সোমবার সূচকের পাশাপাশি বেড়েছে বেশীরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে উভয় বাজারে লেনদেন কিছুটা কমেছে। এদিকে আজ প্রকৌশল ও বস্ত্র খাতের বেশীরভাগ কোম্পানিতে দর পতন ঘটলেও বেড়েছে আর্থিক ও বীমা খাতের বেশীরভাগ কোম্পানির শেয়ার দর।

বর্তমান সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্বল্পমূলধনী ও লোকসানি কোম্পানিগুলোর শেয়ারে বেশ চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে বেশ কিছু কোম্পানির শেয়ার দর রয়েছে বিগত এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে। যা বাজারের জন্য ইতিবাচক নয়। তাই এ সময়ে শেয়ারহোল্ডারদের সতর্কতার সাথে বিনিয়োগ কারার পরামর্শ দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৭৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৮২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার দর। যা টাকায় লেনদেন হয়েছে ৪৩৭ কোটি ১ লাখ ৫২ হাজার টাকা।

এর আগে রোববার ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৭৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১৬৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৮১৮ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৪৫৭ কোটি ৫৪ লাখ ৫৫ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ২০ কোটি ৫৩ লাখ ৩ হাজার টাকা।

এদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১১৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৬টির। যা টাকায় লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৪ লাখ ৮৮ হাজার টাকা।

এর আগে রোববার সিএসইর সাধারণ মূল্যসূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৮৭৪ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৩০ কোটি ২০ লাখ ৪৫ হাজার টাকা। সে হিসেবে আজ সিএসইতে লেনদেন কমেছে ২ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার টাকা।

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.