আজ: মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ইং, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ সেপ্টেম্বর ২০১৫, সোমবার |

kidarkar

বাংলাদেশ সফরে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া

bangladesh-astশেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশে অনুষ্ঠিতব্য দুই টেস্টের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। দলে রয়েছে দুটি নতুন মুখ। বাংলাদেশের বিপক্ষে একই সঙ্গে অভিষেক ঘটতে যাচ্ছে দুই উদ্বোধনী ব্যাটসম্যান এ্যান্ড্রু ফিকেট (৩০) ও ক্যামেরন ব্যানক্রফটের (২২)।

স্টিভেন স্মিথকে অধিনায়ক ও এ্যাডাম ভোজেসকে সহ-অধিনায়ক করে সোমবার এ দল ঘোঘণা করা হয়।

মাইকেল ক্লার্কের অবসরের পর এই সফরের মাধ্যমে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে স্মিথ অধ্যায়ের শুরু হতে যাচ্ছে। এ ছাড়া প্রথমবারের মতো সহ-অধিনায়ক হিসেবে সফর উপভোগ করবেন ৩৫ বছর বয়সী ভোজেস।

বাংলাদেশ সফরে বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার মিশেল জনসন ও জোশ হ্যাজেলউডকে। তাদের পরিবর্তে পেস এ্যাটাকে নেতৃত্ব দেবেন মিশেল স্টার্ক, পিটার সিডল ও প্যাট কমিন্স।

এ ছাড়া টেস্ট দলে ফের ডাক পেয়েছেন জো বার্নস, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল ও স্টিভ ও’কিফে।

অস্ট্রেলিয়ার টেস্ট দল : স্টিভেন স্মিথ (অধিনায়ক), এ্যাডাম ভোজেস (সহ-অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফট, জো বার্নস, প্যাট্রিক কমিন্স, এ্যান্ড্রু ফিকেট, উসমান খাজা, নাথান লিয়ন, মিশেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল, স্টিফেন ও’কিফে, পিটার সিডল ও মিশেল স্টার্ক।

 

শেয়ারবাজারনিউজ/ম

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.