আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার |

kidarkar

বিপিএলের তৃতীয় আসরে ৬ আইকোন খেলোয়ার

bplশেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর আগামী ২৫ নভেম্বর মাঠে গড়াবে। কিন্তু কয়টি দল নিয়ে এবারের আসরে অংশগ্রহণ করবে তা এখনও নিশ্চিত না হলেও এবারের দলগুলোর আইকন খেলোয়াড় নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন বিপিএলে খেলোয়াড়দের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আইকন, ‘এ’ ক্যাটাগরি, ‘বি’ গ্যাটাগরি ইত্যাদি। প্রত্যেক দলে থাকবেন একজন করে আইকন খেলোয়াড়। যারা সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন ৩০ হাজার ডলার।

বিসিবি সূত্রে জানা গেছে, ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, অল রাউন্ডার সাকিব আল হাসান, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও মারকুটে ওপেনার তামিম ইকবাল- এই চারজনকে আইকন খেলোয়াড় হিসেবে প্রায় নিশ্চিত করেছে বিসিবি। বাকি দুই দলের জন্য হতে পারেন মাহমুদ উল্লাহ রিয়াদ ও নাসির হোসেন। আর সাতটি দল হলে মুস্তাফিজ, সৌম্য বা রুবেলের মধ্যে যে কোনো একজন।

এদিকে, ছয় না সাত দল নিয়ে হবে বিপিএল- তার চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামীকাল বুধবার। এদিন বিশেষ বৈঠকে বসবে বিপিএলের গভ:র্নিং কাউন্সিল। এ বৈঠক থেকে অনেকগুলো সিদ্ধান্ত আসতে পারে বলে জানা যায়।

এদিকে গত ৬ সেপ্টেম্বর বিপিএলের বকেয়া টাকা পরিশোধ করেছে বিসিবি। মাশরাফি, মুশফিক, তামিমসহ ৬৫ ক্রিকেটারের হাতে পাওনা টাকার চেক তুলে দেন গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.