আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ জানুয়ারী ২০১৫, শনিবার |

kidarkar

চলচ্চিত্র সমিতির নির্বাচনে জয়ী শাকিব-অমিত

sakib-amitশেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ চলচ্চিত্র সমিতির দ্বিবার্ষিকী (২০১৫-২০১৬) নির্বাচনে শাকিব খান ও অমিত হাসান জয়ী হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মিজু আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা যায়. চলচ্চিত্র সমিতির নির্বাচনে সভাপতি পদে শাকিব খান ৩৫৬ ও সাধারণ সম্পাদক হিসেবে অমিত হাসান ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়াও সহ-সভাপতি ওমর সানী ও নাদির খান, সহ-সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক সুব্রত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডন, দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সানুশিবা, কার্যকরী সদস্য আলীরাজ, মৌসুমী, ববি, আমির, আফজাল শরীফ, বেগম জেসমিন, ফরহাদ, রকিব খান, শহিদুল আলম সাচ্চু, আমির সিরাজী ও সুশান্ত এবং কোষাধ্যক্ষ পদে কমল নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে মিশা সওদাগর জিততে না পারলেও শাকিব-মিশা পরিষদের বেশিরভাগ সদস্যই বিজয়ী হয়েছেন। নিকটতম হিসেবে এরপরই আছে আহমেদ শরীফ পরিষদ। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ছিলেন অমিত হাসান।

এর আগে বিএফডিসির শিল্পী সমিতির স্ট্যাডি রুমে শুক্রবার সকাল ৯টা থেকে শুরু এ ভোটগ্রহণ হয়েছিল। এটি সন্ধ্যা ৬টায় শেষ হয়। এবারের নির্বাচনে সমিতির ৫৮৩ জনের মধ্যে ৪৮৭ জন ভোটার ভোট দিয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটি ৪২ ভোট বাতিল করে। প্রার্থী হিসেবে লড়েছেন ৩৪জন। নবনির্বাচিতরা ২ বছরের জন্য নতুন দায়িত্ব পাচ্ছেন।

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.