আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ সেপ্টেম্বর ২০১৫, বুধবার |

kidarkar

এরশাদের সাংসদ পদ বাতিল চেয়ে উকিল নোটিশ

2015_09_06_17_25_54_4Bfg3ayrRjl49goyOMwuKQhch0NDbu_originalশেয়ারবাজার রিপোর্ট: প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্বে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে উকিল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

গত সোমবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ সংক্রান্ত ‘নোটিশ ডিমান্ডিং জাস্টিস’ দিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবি মো. মবিনুল হক।

উকিল নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর বিশেষ দূত পদটি লাভজনক। সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে লাভজনক পদে থাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সংসদ সদস্য পদে থাকবার যোগ্যতা হারিয়েছেন। সংবিধানের অনুচ্ছেদ ৬৬ (২), ৬৬ (৪) ও গণপ্রতিনিধিত্ব আদেশ ১২ (১) অনুযায়ী হুসেইন মুহম্মদ এরশাদের সদস্য পদ বাতিলযোগ্য।

এ বিষয়ে জানতে চাইলে ইসির যুগ্ম সচিব (আইন) মো. শাহজাহান বলেন, ‘নির্বাচন কমিশন এখন আর উকিল নোটিশের বিষয়টি আমলে নেবে না। সংক্ষুব্ধ ব্যক্তি এ বিষয়ে উচ্চ আদালতে যেতে পারেন। প্রধানমন্ত্রীর বিশেষ দূত পদটি লাভজনক কি না তা আদালতে নির্ধারিত হতে হবে। লাভজনক পদের সংজ্ঞাও আইনে নির্ধারিত রয়েছে।’

এদিকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে, অনুচ্ছেদ-১২-এ লাভজনক পদের ব্যাখ্যায় বলা হয়েছে, সরকারি বা সংবিধিবদ্ধ সংস্থায় ‘ফুলটাইম সার্ভিস’ পদধারীরা লাভজনক পদে অধিষ্ঠিত বলে গণ্য হবেন।

গত বছরের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান রংপুর-১ আসনে জয়ী হন। ১২ জানুয়ারি মন্ত্রীর পদমর্যাদায় তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ পান।

 

শেয়ারবাজারনিউজ/অ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.