আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৭ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

বুরকিনা ফাসোতে সেনা অভ্যূত্থান

2015_09_17_17_00_43_38sAIG04DpCmvmBMLafIu1qktCpXOy_originalশেয়ারবাজার ডেস্ক: জাতীয় নির্বাচনের কয়েক সপ্তাহ পরেই দেশটির শাসন ক্ষমতা এক অভ্যুত্থানের ভেতর দিয়ে দখল করেছে সেনাবাহিনী। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা মারফত জানা যায়, সেনাবাহিনী রাষ্ট্রীয় বেতারকেন্দ্র দখল করে গোটা দেশ তাদের দখলে বলে ঘোষণা দিয়েছে। পাশাপাশি এক সফল অভ্যুত্থানের ভেতর দিয়ে এই ক্ষমতা গ্রহন করা হয়েছে বলেও বেতার থেকে জানানো হয়েছে।

রাষ্ট্রীয় বেতার ও টেলিভিশনে একযোগে বুরিকানা ফাসোর সেনাবাহিনীর এই বিবৃতি প্রচার করা হয়েছে। গত মঙ্গলবার দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ড বিভাগের সদস্যরা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে। আলজাজিরার সাংবাদিক ফ্যানি নোয়ারো ঘটনাস্থল থেকে জানিয়েছেন যে, ‘দেশটির রাজধানীর মূল সড়কে থেকে থেকে গুলির শব্দ পাওয়া যাচ্ছে। রাস্তায় প্রচুর পরিমানে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এখনও বেঁচে আছেন কিনা, কিংবা তাদের কোনো খবরই পাওয়া যাচ্ছে না।’

আগামী মাসের ১১ তারিখ দেশটিতে অর্ন্তবর্তীকালীন সরকারের আওতায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচণ গবেষকদের মতে, এই নির্বাচনটি হলে বুরকিনা ফাসো গণতন্ত্রের পথে অনেকটাই এগিয়ে যেত। এখানে উল্লেখ করা প্রয়োজন, এর আগেও একবার স্বৈরশাসক ব্লাসিও কমপাওরোকে উৎখাতে এক সেনা অভ্যুত্থান হয়েছিল। যদিও পরবর্তীতে সেই অভ্যুত্থান ব্যর্থ হয়।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.