আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ সেপ্টেম্বর ২০১৫, রবিবার |

kidarkar

ভাসমান প্রমোদ দ্বীপ

PIC BY MIGALOO / CATERS NEWS - (Pictured: Migaloo Privare Submersible Yachts portable private island, Kokomo Ailand.) A bold set of designs have been FLOATED by a company proposing a private island that can MOVE anywhere. The island - which will feature a penthouse, jungle deck with waterfall, and an alfresco dining area - would be the first in the world to move under its own power. Owners of the island will be treated to 360-degree views within the penthouse, which can be accessed by an 80-meter elevator. Around the complex, residents will find all the amenities that they would expect on a land-based tropical getaway - including a spa, gym, beauty salons, bar and a pool. The inclusion of vertical gardens, palm trees and even a shark-feeding station add more natural elements to the nautical island. - SEE CATERS COPY

শেয়ারবাজার ডেস্ক: চারপাশে পানি ঘেরা ভূখন্ড। তার নাম কোকোমো দ্বীপ। তাকে অদূর ভবিষ্যতে দেখা যাবে পানির ওপর ভেসে বেড়াচ্ছে। কি থাকবেনা সেই দ্বীপে? জলপ্রপাত, দুটি সৈকত, হাঙ্গরকে খাওয়ানোর স্থান, কাচে ঘেরা শিশুদের খেলার স্থান, সুইমিংপুল। এমনকি থাকবে হেলিপ্যাডও।

মালিকের নিজস্ব অত্যাধুনিক বিলাস কক্ষ, দুটি ভিআইপি স্যুট, ৬টি অতিথি স্যুট থাকবে এই ভাসমান প্রমোদ দ্বীপে। এমনকি ডেকে বসে দেখা যাবে নিজস্ব সংগ্রহের গ্রীষ্মমন্ডলীয় পাখির ওড়াওড়ি। ৮০ মিটার উচু দ্বীপটি ভেসে থাকবে পানির তলে থাকা ভিত্তির ওপর। চলতে পারবে ৮০ নটিক্যাল মাইল গতিতে।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.