আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ সেপ্টেম্বর ২০১৫, বুধবার |

kidarkar

ক্রেতা বিক্রেতার সমন্বয়হীনতায় ৫৮ কোম্পানি

DSEশেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৮ কোম্পানির শেয়ার লেনদেনে ক্রেতা-বিক্রেতার সংকট দেখা যায়। এর মধ্যে ৯ কোম্পানির বিক্রেতা এবং ৪৯ কোম্পানির ক্রেতার সংকট দেখা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বুধবার ডিএসইতে যে ৯ কোম্পানির শেয়ার লেনদেনে বিক্রেতার সংকট দেখা যায় তার মধ্যে বিডি অটোকারের সর্বশেষ দর ৩৮.১০ টাকা, বিডি সার্ভিসের লেনদেন হয়নি, ঢাকা ইন্স্যুরেন্সের সর্বশেষ দর ১৭.৪০ টাকা, লিবরা ইনফিউশনের লেনদেন হয়নি, মেঘনা কনডেন্সড মিল্কের সর্বশেষ দর ৮.১০ টাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সর্বশেষ দর ১৯ টাকা, ন্যাশনাল টি এর লেনদেন হয়নি, পদ্মা লাইফের সর্বশেষ দর ২৯.৮৯ টাকা এবং রুপালী ব্যাংকের সর্বশেষ দর ৪৬.৬০ টাকা। এসব কোম্পানির শেয়ার লেনদেনে বিক্রেতার চেয়ে বেশি ক্রেতা ছিল।

অন্যদিকে এদিন ক্রেতার সংকটে থাকা ৪৯ কোম্পানি হলো: আজিজ পাইপসের সর্বশেষ দর ২৫.১০ টাকা, বাটা সুর লেনদেন হয়নি, ব্যাট বিসির লেনদেন হয়নি, বিডি কমের সর্বশেষ দর ২৫ টাকা, বীকন ফার্মার সর্বশেষ দর ১৫.৭০ টাকা, বার্জার পেইন্টসের লেনদেন হয়নি, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের সর্বশেষ দর ১২.৮০ টাকা, সিএমসি কামালের সর্বশেষ দর ১৫ টাকা, ডেল্টা স্পিনার্সের সর্বশেষ দর ১১.২০ টাকা, ইস্টার্ন লুব্রিকেন্টসের সর্বশেষ দর ৩৮৬.৯০ টাকা, ইস্টার্ন ব্যাংকের সর্বশেষ দর ২৬ টাকা, এক্সিম ব্যাংকের সর্বশেষ দর ৯ টাকা, ফ্যামিলিটেক্সের সর্বশেষ দর ১৩ টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সর্বশেষ দর ৯.২০ টাকা, ফুয়াং সিরামিকের সর্বশেষ দর ১৪.৪০ টাকা, ফুয়াং ‍ফুডের সর্বশেষ দর ২১.৮০ টাকা, জিবিবি পাওয়ারের ১৮ টাকা, জেনারেশন নেক্সটের সর্বশেষ দর ১০.৮০ টাকা, গ্ল্যাক্সো স্মিথের সর্বশেষ দর ২১৫০ টাকা, হামিদ ফেব্রিক্সের সর্বশেষ দর ২৫ টাকা, হা ওয়েল টেক্সটাইলের সর্বশেষ দর ৩৩.৮০ টাকা, ইনটেকের সর্বশেষ দর ১২.৮০ টাকা, জনতা ইন্স্যুরেন্সের সর্বশেষ দর ১২.৪০ টাকা, জুট স্পিনার্সের সর্বশেষ দর ৬৩.৮০ টাকা, কে এন্ড কিউর সর্বশেষ দর ১৫.৭০ টাকা, খুলনা প্রিন্টিংয়ের সর্বশেষ দর ১৭.৮০ টাকা, ম্যাক্সন স্পিনিংয়ের সর্বশেষ দর ৮.৮০ টাকা, মালেক স্পিনিংয়ের সর্বশেষ দর ১৮.৬০ টাকা, মাইডাস ফাইন্যান্সের সর্বশেষ দর ১৭.৪০ টাকা, ন্যাশনাল ব্যাংকের সর্বশেষ দর ১০.৩০ টাকা, এনসিসি ব্যাংকের সর্বশেষ দর ৯ টাকা, নর্দান ইন্স্যুরেন্সের সর্বশেষ দর ১৯.৩০ টাকা, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের লেনদেন হয়নি, পিপলস লিজিংয়ের সর্বশেষ দর ১৫.৮০ টাকা, প্রাইম ব্যাংকের সর্বশেষ দর ১৯.৯০ টাকা, প্রাইম লাইফের সর্বশেষ দর ৪৪ টাকা, প্রগতি লাইফের লেনদেন হয়নি, প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বশেষ দর ১৩.১০ টাকা, পূরবী জেনারেলের সর্বশেষ দর ১৪.২০ টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্সের সর্বশেষ দর ১৪.৬০ টাকা, সাফকো স্পিনিংয়ের সর্বশেষ দর ২০.২০ টাকা, সায়হাম কটনের সর্বশেষ দর ১৭.৬০ টাকা, সালভো কেমিক্যালের সর্বশেষ দর ১৪.৮০ টাকা, সাভার রিফ্যাক্টরীজের লেনদেন হয়নি, সোনার বাংলা ইন্স্যুরেন্সের লেনদেন হয়নি, সোনার বাংলা ইন্স্যুরেন্সের সর্বশেষ দর ১০ টাকা, শাইন পুকুর সিরামিকের সর্বশেষ দর ১১.৮০ টাকা, স্টাইল ক্রাফ্টের লেনদেন হয়নি, তাকাফুল ইন্স্যুরেন্সের সর্বশেষ দর ১৭.৯০ টাকা, তুংহাইয়ের সর্বশেষ দর ১৫.১০ টাকা। এসব কোম্পানির শেয়ার লেনদেনে ক্রেতার চেয়ে বেশি বিক্রেতা ছিল।

 

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.