আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

শরনার্থীদের জন্য সংবিধানের আরবী অনুবাদ!

germanyrefugeeশেয়ারবাজার ডেস্ক: শরনার্থীদের সহায়তায় জার্মানি এবার নিল আরেকটি চমকপ্রদ উদ্যোগ। দেশটির কর্তৃপক্ষ দেশের সংবিধানের প্রথম ২০ টি ধারা আরবী অনুবাদ করে তা শরনার্থীদের মধ্যে বিতরনের উদ্যোগ নিয়েছে। প্রথম দফায় আরবী এ সংস্করণের ১০ হাজার কপি ছাপান হয়েছে। খবর: আল-জাজিরা।

দেশটিতে আশ্রয় নেয়া ৫ লাখ শরনার্থীর অধিকাংশই আরবী ভাষাভাষী হওয়ায় তাদের জন্য এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। কর্তৃপক্ষ আশা করছে আরও ৮ লাখ শরনার্থী এ বছরের মধ্যেই দেশটিতে আশ্রয়ের জন্য আসবে। যা প্রতিবেশী অন্য সব দেশের তুলনায় অনেক বেশি। এসব শরনার্থীদের অধিকাংশই আফগানিস্থান, ইরাক, ইরিত্রিয়া এবং সিরিয়ার। যারা নিজ দেশে সহিংসতা চলার কারণে পার্শবর্তী অন্যান্য দেশে আশ্রয় নিয়েছেন।

জার্মানির ভাইস-চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল দেশটির এক পত্রিকা বিল্ডকে বলেন, ‘ জার্মানিতে যারা থাকতে আসছে তাদের বসবাসের জন্য সকল ধরনের সহায়তা করা হবে। তাদের ব্যাক্তিজীবনের প্রতি দেশের সরকার শ্রদ্ধাশীল থাকবে। ভাষা, সংস্কৃতি বা লিঙ্গ বৈষম্য করা হবে না। আর এ কারণেই দেশের আইন সম্পর্কে তাদের জানতে ও বুঝতে হবে।’

তিনি আরও বলেন, ‘ তাদের প্রতি যেমন সম্মান দেখান হবে তেমনি এটাও মনে রাখতে হবে যে কোনো ধরনের বৈষম্যমূলক বা বর্নবাদী আচরন বরদাস্ত করা হবে না।’

এর পাশাপাশি দেশটির সরকারের পক্ষ থেকে শরনার্থীদের সংস্কুতি ও ভাষা সম্পর্কে ধারণা দেয়ার লক্ষ্যে বিশেষ ফ্রি ক্লাস নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। শরনার্থীদের জন্য জার্মান সরকারের উদ্যোগ শরনার্থীদের জন্য জার্মানিতে বসবাসের জন্য বিশষেভাবে সহায়ক হবে মনে করছে দেশটির সরকার ও রাজনৈতিক বিশ্লেষকরা।

শেয়ারবাজারনিউজ/ওহসি/আহাতু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.