আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ অক্টোবর ২০১৫, রবিবার |

kidarkar

অর্থ উত্তোলনের সিদ্ধান্তে বিনিয়োগকারীর অনুমোদন লাগবে না

BSECশেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বন্ড বা ঋণপত্র বা অন্য কোনো ধরনের ডেবট (ঋণ) সিকিউরিটিজ ইস্যুর মাধ্যমে প্রয়োজনীয় অর্থ উত্তোলনের সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের অনুমোদন লাগছে। এক্ষেত্রে বিনিয়োগকারীদের অনুমোদনের বাধ্যবাধকতা বাতিলের প্রস্তাব রেখে ডেবট (ঋণ) সিকিউরিটিজের প্রাইভেট প্লেসমেন্ট বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এছাড়া বিদ্যমান ‘দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (প্রাইভেট প্লেসমেন্ট অব ডেবট সিকিউরিটিজ) রুলস, ২০১২’-এর চারটি উপধারা বাতিলের বিষয়ে জনমত চেয়ে গত সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।
এ সংশোধনের মাধ্যমে বন্ড বা ঋণপত্র বা অন্য কোনো ধরনের ডেবট সিকিউরিটিজ ইস্যুর মাধ্যমে প্রয়োজনীয় অর্থ উত্তোলনের সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিচালনা পর্ষদকে একক ক্ষমতা দেয়া হয়েছে। তবে বর্তমান বিধিমালার ৩(৮) উপধারা অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির এক্ষেত্রে শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। সংশোধন প্রস্তাবে এ বাধ্যবাধকতা বাতিলের প্রস্তাব করেছে কমিশন।

এ ছাড়া বিদ্যমান আইন অনুযায়ী, প্রস্তাবিত ডেবট সিকিউরিটিজের মোট মূল্য কোনোক্রমে সংশ্লিষ্ট কোম্পানির প্রকৃত সম্পদের ৬০ শতাংশ বেশি হওয়া যাবে না। সংশোধনে এ শর্ত প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
এসব সংশোধনের বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মতামত, পরামর্শ বা আপত্তি থাকলে লিখিতভাবে আগামী ৬ অক্টোবরের মধ্যে কমিশনের দিলকুশা কার্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।

এ বিষয়ে বিএসইসির এক কর্মকর্তা শেয়ারবাজার নিউজ ডটকমকে বলেন, ডেবট সিকিউরিটিজের মাধ্যমে অর্থ উত্তোলনের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা এড়াতে এবং বিনিয়োগকারীদের স্বার্থে আইনে এসব সংশোধনী আনা হচ্ছে। আর সংশোধনীর বিষয়ে কারো আপত্তি কিংবা পরামর্শ থাকলে তা আমরা আমলে নিয়ে চূড়ান্ত সংশোধনী নির্ধারণ করবো।

 

শেয়ারবাজারনিউজ/অ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.