আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ অক্টোবর ২০১৫, রবিবার |

kidarkar

ক্রেতা বিক্রেতার সমন্বয়হীনতায় ৩৮ কোম্পানি

DSEশেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯ কোম্পানির শেয়ার লেনদেনে ক্রেতা-বিক্রেতার সংকট দেখা যায়। এর মধ্যে ৩ কোম্পানির বিক্রেতা এবং ৩৫ কোম্পানির ক্রেতার সংকট দেখা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বুধবার ডিএসইতে যে ৩ কোম্পানির শেয়ার লেনদেনে বিক্রেতার সংকট দেখা যায় তার মধ্যে ইস্টার্ন ব্যাংকের সর্বশেষ দর ২৬.৭০ টাকা, লিবরা ইনফিউশনের কোন শেয়ার লেনদেন হয়নি, মডার্ন ডাইংয়ের সর্বশেষ দর ১৭০ টাকা। এসব কোম্পানির শেয়ার লেনদেনে বিক্রেতার চেয়ে বেশি ক্রেতা ছিল।

অন্যদিকে এদিন ক্রেতার সংকটে থাকা ৩৫ কোম্পানি হলো: অগ্নি সিস্টেমসের সর্বশেষ দর ২৬.২০ টাকা, ব্যাট বিসির সর্বশেষ দর ২৯৯৪.৯০ টাকা, বীকন ফার্মার সর্বশেষ দর ১৫.৭০ টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের সর্বশেষ দর ১২.৭০ টাকা, সিএন্ডএ টেক্সটাইলের সর্বশেষ দর ১৬.৯০ টাকা, ড্যাফোডিল কম্পিউটারের সর্বশেষ দর ১৭.৪০ টাকা, ডেল্টা স্পিনার্সের সর্বশেষ দর ১০.৯০ টাকা, ইস্টার্ন লুব্রিকেন্টসের সর্বশেষ দর ৩৬৫ টাকা, ফ্যামিলিটেক্সের সর্বশেষ দর ১২.৮০ টাকা, ফার কেমিক্যালের সর্বশেষ দর ১২ টাকা, ফাস ফাইন্যান্সের সর্বশেষ দর ১২.৮০ টাকা, ফাইন ফুডসের সর্বশেষ দর ১০.৩০ টাকা, গ্ল্যাস্কোস্মিথের কোন শেয়ার লেনদেন হয়নি, জিপিএইচ ইস্পাতের সর্বশেষ দর ৪৪.১০ টাকা, ন্যাশনাল ফিডের সর্বশেষ দর ২৪.৪০ টাকা, ইসলামী ইন্স্যুরেন্সের সর্বশেষ দর ১৮.৮০ টাকা, কেএন্ডকিউর কোন শেয়ার লেনদেন হয়নি, ম্যাক্সন স্পিনিংয়ের সর্বশেষ দর ৮.৮০ টাকা, মেট্রোস্পিনিংয়ের সর্বশেষ দর ৯.৯০ টাকা, নিটল ইন্স্যুরেন্সের সর্বশেষ দর ২৩ টাকা, নর্দান ইন্স্যুরেন্সের সর্বশেষ দর ১৮.৮০ টাকা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের সর্বশেষ দর ১২.২০ টাকা, প্রাইম ইন্স্যুরেন্সের কোন শেয়ার লেনদেন হয়নি, প্রাইম টেক্সটাইলের সর্বশেষ দর ১৮.২০ টাকা, প্রোগেসিভ লাইফের কোন শেয়ার লেনদেন হয়নি, প্যারামাউন্ট টেক্সটাইলের সর্বশেষ দর ১৮.২০ টাকা, রেনউইক যজ্ঞেশ্বরের কোন শেয়ার লেনদেন হয়নি, রুপালী লাইফের সর্বশেষ দর ৩২.২০ টাকা, সাফকো স্পিনিংয়ের সর্বশেষ দর ১৯.৪০ টাকা, শাহজালাল ব্যাংকের সর্বশেষ দর ১১.৯০ টাকা, শ্যামপুর সুগারের কোন শেয়ার লেনদেন হয়নি, এসআইবিএল এর সর্বশেষ দর ১৩ টাকা, সোনারবাংলা ইন্স্যুরেন্সের সর্বশেষ দর ১৬.৫০ টাকা, সোনারগাও টেক্সটাইলের সর্বশেষ দর ৯.৫০ টাকা, ট্রাস্টব্যাংকের সর্বশেষ দর ২১.৪০ টাকা। এসব কোম্পানির শেয়ার লেনদেনে ক্রেতার চেয়ে বেশি বিক্রেতা ছিল।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.