আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ অক্টোবর ২০১৫, শনিবার |

kidarkar

৪ কোম্পানির ২৮ লাখ শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন

buy sellশেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির ৫জন উদ্যোক্তা ও পরিচালক পূর্ব ঘোষণা অনুয়ায়ী নিজ কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রি সম্পন্ন করেছেন। শেষ ৫ কার্যদিবসে (৪-৮ অক্টোবর) ২৮ লাখ ২৩ হাজার ৯৪৮টি শেয়ার বর্তমান বাজার মূল্যে ক্রয়-বিক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: তাকাফুল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক, লিগ্যাসি ফুটওয়্যার এবং দি ইবনে সিনা লিমিটেড।

তাকাফুল ইন্স্যুরেন্স: বীমা খাতের এ কোম্পানির ২ উদ্যোক্তা/পরিচালক মধ্যে হাসান হারুন নিজ প্রতিষ্ঠানের ১০ লাখ ৮ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন অন্যদিকে উদ্যোক্তা হুমায়ুন কবির নিজ প্রতিষ্ঠানের একই পরিমাণ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

মার্কেন্টাইল ব্যাংক: ব্যাংক খাতের এ কোম্পানির উদ্যোক্তা মিজানুর রশিদ চৌধুরী নিজ প্রতিষ্ঠানের মোট ৭ লাখ ৮০ হাজার শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।

লিগ্যাসি ফুটওয়্যার: চামড়া খাতের এ কোম্পানির উদ্যোক্তা শাহনাজ সুলতানা নিজ প্রতিষ্ঠানের মোট ৩ হাজার শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে।

ইবনে সিনা: ওষুধ ও রসায়ন খাতের উদ্যোক্তা আব্দুস সামদ নিজ প্রতিষ্ঠানের মোট ২৪ হাজার ৯৪৮টি শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।

তারা বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন।

 

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.